বালিশটা ফুলে উঠেছে
[এটা কোন গল্প নয়, একদম সত্যি! অন্য একটা গ্রহে আমি একা! শুনশান রাত। প্রকান্ড একটা মহল দেখা যাচ্ছে - ভয়ে ভয়ে চলছি, ভয়ে দুরুদুরু বুক! ভীরু পায়ে, ধীরেধীরে এগিয়ে গেলাম, সামনে বিশাল একটা তোরণ,আর খানিকটা এগুতেই পেলাম ঘরের ভেতরে প্রবেশের দরজা, ... দরজার কড়া নাড়লাম, তারপর হাঁকডাক]
♥ কেউ কি আছেন? হ্যালো, হ্যালো,হ্যালো ওওও, কেউ আছেন কি? (কোন সাড়াশব্দ নেই, আবার ডাকি, গলা ফাটিয়ে) হ্যালো ওওও, ভেতরে কেউ আছেন কি?
♣ - হ্যা, আছে, অনেকেই আছে। বলো, তোমার কা কে চাই?
♥ মানুষ চাই, মানুষ, মানুষ আছে এখানে?
♣ - আছে, হরেক রকমের জ্ঞানযোগসম্পন্ন মানুষ আছে, তো তোমার কেমন জ্ঞানসম্পন্ন মানুষ চাই?
♥ সাধারণ, সাধাসিধে, ভাল মানুষ চাই। জ্ঞানী না হলেও চলবে, আমার দেশে অনেএএএক জ্ঞানী আছে, একজন ভাল মানুষ চাই, আছে কি? আছে কি, একজন ভাল মানুষ?
♣ - না! নেই! তোমার গ্রহেরমত এখানেও সবাই জ্ঞানী! এ গ্রহে সাধারণ মানুষের আনাগোনা নেই! তুমি আসতে পারো। যাও বিরক্ত করো না। যত্তসব!
*** ঘুম ভেঙ্গে গেল! আমি বিছানায়, বালিশটা জ্ঞানে ভরপুর, জ্ঞানের চাপে ফুলে উঠেছে একদম !!!
০০:২১/২১-১১-২০১৭
= জ্ঞানীদের চাপে পড়ে- পুরাই চিড়েচ্যাপটা! =
♥ কেউ কি আছেন? হ্যালো, হ্যালো,হ্যালো ওওও, কেউ আছেন কি? (কোন সাড়াশব্দ নেই, আবার ডাকি, গলা ফাটিয়ে) হ্যালো ওওও, ভেতরে কেউ আছেন কি?
♣ - হ্যা, আছে, অনেকেই আছে। বলো, তোমার কা কে চাই?
♥ মানুষ চাই, মানুষ, মানুষ আছে এখানে?
♣ - আছে, হরেক রকমের জ্ঞানযোগসম্পন্ন মানুষ আছে, তো তোমার কেমন জ্ঞানসম্পন্ন মানুষ চাই?
♥ সাধারণ, সাধাসিধে, ভাল মানুষ চাই। জ্ঞানী না হলেও চলবে, আমার দেশে অনেএএএক জ্ঞানী আছে, একজন ভাল মানুষ চাই, আছে কি? আছে কি, একজন ভাল মানুষ?
♣ - না! নেই! তোমার গ্রহেরমত এখানেও সবাই জ্ঞানী! এ গ্রহে সাধারণ মানুষের আনাগোনা নেই! তুমি আসতে পারো। যাও বিরক্ত করো না। যত্তসব!
*** ঘুম ভেঙ্গে গেল! আমি বিছানায়, বালিশটা জ্ঞানে ভরপুর, জ্ঞানের চাপে ফুলে উঠেছে একদম !!!
০০:২১/২১-১১-২০১৭
= জ্ঞানীদের চাপে পড়ে- পুরাই চিড়েচ্যাপটা! =
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ২৫/০২/২০১৮চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০২/২০১৮রম্য!
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৫/০২/২০১৮সুন্দর
-
আমীন রুহুল ১৫/০২/২০১৮চমৎকার
-
সাঁঝের তারা ১৫/০২/২০১৮ভালো