তবুও তারে করিছো সম্মান
আর
হে প্রিয়,
তোমারে যে ঢেলিছে অনলে,
তারেই তুমি বাধিছো স্বপনে।
তোমার জীবনে যেবা আনিছে বিষ,
তব তারে তুমি করিছো অমৃতদান।
যাহার নিকট সর্বস্ব বিকিয়েছ,
সে তোমারে সহস্র জ্বালাতে করিছে নিলাম।
ওহে প্রিয়,এখনও তুমি কেন তবে,
তাহারে করিছো সম্মান!
যারে তুমি আপন ভাবিয়া ছাড়িছো সংসার,
সে তোমারে আজ বানাইলো সন্ন্যাস।
যাহার লাগি করিছো সংগ্রাম
সে তোমারে করিছে অপমান।
ওহে প্রিয়, এখনও তুমি কেন তবে,
তাহারে করিছো সম্মান!
হে প্রিয়,
তোমারে যে ঢেলিছে অনলে,
তারেই তুমি বাধিছো স্বপনে।
তোমার জীবনে যেবা আনিছে বিষ,
তব তারে তুমি করিছো অমৃতদান।
যাহার নিকট সর্বস্ব বিকিয়েছ,
সে তোমারে সহস্র জ্বালাতে করিছে নিলাম।
ওহে প্রিয়,এখনও তুমি কেন তবে,
তাহারে করিছো সম্মান!
যারে তুমি আপন ভাবিয়া ছাড়িছো সংসার,
সে তোমারে আজ বানাইলো সন্ন্যাস।
যাহার লাগি করিছো সংগ্রাম
সে তোমারে করিছে অপমান।
ওহে প্রিয়, এখনও তুমি কেন তবে,
তাহারে করিছো সম্মান!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপক কুমার সরকার ০৯/১২/২০১৮খুব ভালো লেগেছে
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৯/১২/২০১৮দারুণ
-
সাইয়িদ রফিকুল হক ০৯/১২/২০১৮ভালো।