www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সর্বস্ব ছারখার করে দেবো

নিজের সারা শরীর লবণাক্ত হয়ে যাচ্ছে,
হয়তো সাময়িক কিছু হাওয়া বইতেও আরম্ব করবে,
এইতো
বেশ মরীচিকার উগ্র গন্ধ নাকে আসছে।
এখনই হয়তো আমার সমস্ত শরীরে ধ্বস নামার বার্তা আসবে।
নিজের অজান্তেই নাজানি কখন ম্যাকাওর জন্ম হলো।
আস্তে আস্তে সারা শরীর ক্ষত-বিক্ষত করে দিচ্ছে।
এসবের জ্ঞান অর্জনের পরও আমি দাঁড়িয়ে জানালার পাশে।
এখনো উড়াল দেওয়ার ইচ্ছা জন্মে আছে।
বাইরে আমি ভিতরে আমি মাঝে কিছুটা স্পর্ধা।
ভাবার শেষ লগ্নে ইচ্ছে হলো আমাতে আমি করে পবন হয়ে পাতায়, ফলে, প্রেমিকের গন্ধে মিশে যাবো।
ভাবছি আবার স্রোতের সাথে মিশে, পাথরের বুকে চুমু খাবো তারপর সকল সৃষ্টিতে বিলিন হবো।
তারপর আবার বিষাক্ত বাতাসের অভিনয়ে সকল জাতিকে মৃত্যুর দরজায় বিলিন করবো।
নেই, নেই আর প্রয়োজন নেই কারোর।
ধরনির বুকে না জন্মাবে শিশু না হবে অকাল পশু।
সর্বস্ব ছারখার করে দিয়ে যাবো।
হ্যাঁ, আমি বাতাস হবো বাতাস,
বিষাক্ত এক বাতাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সব ছারখার করে দিলে আমরা কোথায় যাবো?
  • গাজী তারেক আজিজ ৩০/১১/২০১৮
    ভালো ভাবনা
  • চমৎকার
  • বেশ লিখলেন
 
Quantcast