প্রতীক্ষায় থাকবো
শুকনো কাঠির উপর দাঁড়িয়ে আছে আমার জীবন।
যে কোনো সময় ভেঙে গিয়ে
রক্তের বন্যা আনতে পারে।
তোমার ভালোবাসার জন্যই একটু একটু করে বাঁচার চেষ্টা।
কিন্তু তোমার ভালোবাসা আমার থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে।
তবুও নিজেকে তোমার ভালোবাসায় জীবন্ত করে রেখেছি।
ভোর বা মধ্য রাত যখনই ঘুম ভাঙ্গে,
আমার ভাবনার আকাশে তোমার জন্য বৃষ্টি নামে।
কখনো বজ্রপাতের সম্ভাবনাও থাকে কিন্তু
নিজেকে সামলাতে শিখেছি এখন।
চোখ বন্ধ থাকলে তোমায় জরিয়ে আছি,
কিন্তু খুললেই তুমি হারিয়ে যাও।
তখন নিজেকে স্বপ্ন বলে দমিয়ে রাখি;
"ভালোবাসি তো বেশি,তাই হয়তো এমনটা"
শত চেষ্টা করতাম নিজেকে বিভিন্ন সময় ব্যস্ত রাখার,
কিন্তু ভালোবাসা তো, তাই ঠিক মনে পরে যায়।
প্রতিটা মুহূর্ত তোমার নামেই তো লিখেছিলাম।
আজকেও আমি তাই আছি,
আজকের এই দীপাবলীতে সবাই সুখী,
সবার জীবনে আলোর ধারা,
শুধু এক হতভাগা আমিই আছি, যার মনে ও জীবনে এই দীপাবলীর কোনো প্রতিফলনই নেই।
গভীর অন্ধকারে ডুবে আছে আমার জীবন।
কেউ তো জানেনা আমার দীপাবলী শুধু তুমি।
তোমার প্রতিটি ছোঁয়ায় আমার জীবনে একটু একটু করে আলোর আগমন হতে পারে।
তাইতো আজকেও তোমার প্রতীক্ষায় দিন কাটা।
জানি আর বেশি দিন নেই, তুমি আসবে আবারও;
তখন না হয় দু'জন দীপাবলী পালন করবো।
যে কোনো সময় ভেঙে গিয়ে
রক্তের বন্যা আনতে পারে।
তোমার ভালোবাসার জন্যই একটু একটু করে বাঁচার চেষ্টা।
কিন্তু তোমার ভালোবাসা আমার থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে।
তবুও নিজেকে তোমার ভালোবাসায় জীবন্ত করে রেখেছি।
ভোর বা মধ্য রাত যখনই ঘুম ভাঙ্গে,
আমার ভাবনার আকাশে তোমার জন্য বৃষ্টি নামে।
কখনো বজ্রপাতের সম্ভাবনাও থাকে কিন্তু
নিজেকে সামলাতে শিখেছি এখন।
চোখ বন্ধ থাকলে তোমায় জরিয়ে আছি,
কিন্তু খুললেই তুমি হারিয়ে যাও।
তখন নিজেকে স্বপ্ন বলে দমিয়ে রাখি;
"ভালোবাসি তো বেশি,তাই হয়তো এমনটা"
শত চেষ্টা করতাম নিজেকে বিভিন্ন সময় ব্যস্ত রাখার,
কিন্তু ভালোবাসা তো, তাই ঠিক মনে পরে যায়।
প্রতিটা মুহূর্ত তোমার নামেই তো লিখেছিলাম।
আজকেও আমি তাই আছি,
আজকের এই দীপাবলীতে সবাই সুখী,
সবার জীবনে আলোর ধারা,
শুধু এক হতভাগা আমিই আছি, যার মনে ও জীবনে এই দীপাবলীর কোনো প্রতিফলনই নেই।
গভীর অন্ধকারে ডুবে আছে আমার জীবন।
কেউ তো জানেনা আমার দীপাবলী শুধু তুমি।
তোমার প্রতিটি ছোঁয়ায় আমার জীবনে একটু একটু করে আলোর আগমন হতে পারে।
তাইতো আজকেও তোমার প্রতীক্ষায় দিন কাটা।
জানি আর বেশি দিন নেই, তুমি আসবে আবারও;
তখন না হয় দু'জন দীপাবলী পালন করবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাবিরা শাওন ১০/১১/২০১৮অনন্ত প্রতীক্ষা...
-
শেখ ফারুক হোসেন ০৯/১১/২০১৮অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/১১/২০১৮সুন্দর-প্রতীক্ষা।
-
আশা মনি ০৮/১১/২০১৮ভাল লিখেছেন।
-
কবি মাজু ইব্রাহীম ০৮/১১/২০১৮সুন্দর