আবির ইমনের কবিতা
যাদুকর
এই আঙ্গুলে একবার
শিল্পের গালে আচঁড় কেটে ছিলাম,
কোনো বিকার দেখি নি।
একবার স্পর্শ করেছিলাম
কিংশুকের আত্ন্যা ,
আঙ্গুলে এখনো লেগে আছে
রক্তিমা।
একবার সারস পাখির ঠোঁট ছুয়েঁছিলাম
এই আঙ্গুলে,
সেই হতে নিপুণ তুলি এই আঙ্গুল-
রঙের আয়োজন
স্বপ্নের বিস্তার।
একবার সেন্টমার্টিন্সে -এ এক প্রস্তরখন্ড
স্পর্শ করেছিলাম এই আঙ্গুলে,
সেই হতে প্রবাল ধারন করে প্রস্তর,
দরদী চাঁদ উঠে সেন্টমার্টিন্স -এ
আর ঠিক তখন থেকেই
নীলকান্তমণি
আমার একেকটি আঙ্গুল;
ঐ যে নীলজল
সে-ও আমার আঙ্গুলেরই যাদুবলে
উদাসীন।
একবার দুর্দান্ত উত্তাপে তন্দ্রার কপালের
একবিন্দু ঘাম মুছে দিয়েছিলাম
শিশিরের জন্ম লগ্ন সেটাই।
একবার ভালবাসার জোত্স্নায় মুড়ে
মায়ারন্দ্রে চালিয়েছিলাম এই আঙ্গুল,
সেই হতে মায়াপুরীর ঝর্ণা চন্দ্রবতী
আর মায়ারন্দ্র ভালোবাসার সুমাত্রা দ্বীপ।
মগ্ন আঙ্গুলে
সেই যে তোমার জরাঁয়ু ছুয়েছিলাম,
মগ্নতা কাটেনি এখনো
আঙ্গুলগুলো কাঁপছে সারাৎসার;
জরায়ুবৃত্তব্যাপি এতদিনের
দাপাদাপি
কাঁপাকাঁপি
সেদিন ই প্রথম হৃদয়ে-হৃদয়ে হানা করে,
আজ ও যার নির্বিঘ্ন রাজত্ত্ব ওইসব হৃদয় জুড়ে।
কাপাকাপির এইসব মৌনী সুত্র
আমার আঙ্গুলের আবিষ্কার।
এই আঙ্গুলে একবার
শিল্পের গালে আচঁড় কেটে ছিলাম,
কোনো বিকার দেখি নি।
একবার স্পর্শ করেছিলাম
কিংশুকের আত্ন্যা ,
আঙ্গুলে এখনো লেগে আছে
রক্তিমা।
একবার সারস পাখির ঠোঁট ছুয়েঁছিলাম
এই আঙ্গুলে,
সেই হতে নিপুণ তুলি এই আঙ্গুল-
রঙের আয়োজন
স্বপ্নের বিস্তার।
একবার সেন্টমার্টিন্সে -এ এক প্রস্তরখন্ড
স্পর্শ করেছিলাম এই আঙ্গুলে,
সেই হতে প্রবাল ধারন করে প্রস্তর,
দরদী চাঁদ উঠে সেন্টমার্টিন্স -এ
আর ঠিক তখন থেকেই
নীলকান্তমণি
আমার একেকটি আঙ্গুল;
ঐ যে নীলজল
সে-ও আমার আঙ্গুলেরই যাদুবলে
উদাসীন।
একবার দুর্দান্ত উত্তাপে তন্দ্রার কপালের
একবিন্দু ঘাম মুছে দিয়েছিলাম
শিশিরের জন্ম লগ্ন সেটাই।
একবার ভালবাসার জোত্স্নায় মুড়ে
মায়ারন্দ্রে চালিয়েছিলাম এই আঙ্গুল,
সেই হতে মায়াপুরীর ঝর্ণা চন্দ্রবতী
আর মায়ারন্দ্র ভালোবাসার সুমাত্রা দ্বীপ।
মগ্ন আঙ্গুলে
সেই যে তোমার জরাঁয়ু ছুয়েছিলাম,
মগ্নতা কাটেনি এখনো
আঙ্গুলগুলো কাঁপছে সারাৎসার;
জরায়ুবৃত্তব্যাপি এতদিনের
দাপাদাপি
কাঁপাকাঁপি
সেদিন ই প্রথম হৃদয়ে-হৃদয়ে হানা করে,
আজ ও যার নির্বিঘ্ন রাজত্ত্ব ওইসব হৃদয় জুড়ে।
কাপাকাপির এইসব মৌনী সুত্র
আমার আঙ্গুলের আবিষ্কার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আদিল ফারুক ০১/১১/২০১৩কবিতা কেন খায়না পাঠক ? উত্তর জানো হে কবি? থামাও কলম, উত্তর খুঁজো, লেখা কর মূলতবি !... ভাল হয়েছে ! কবিতাকে খুববেশী কবিতা করে তোলা হয়েছে !
-
জহির রহমান ৩১/১০/২০১৩অসাধারণ একটি কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ আর শুভেচ্ছা...
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/১০/২০১৩চমৎকার শব্দের ব্যবহার।
-
আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩অসাধারণ !
প্রিয় কবি রাজ আবির ইমন ।
যাক লিখলেন তবে...আমি অপেক্ষা করছিলাম আপনার নতুন পোস্টের ।
'আত্ন্যা' < আত্মা = আ+ত+ম+া
আস্তে আস্তে বানান, কি -বোর্ড এর স্পিডে হাত এসে যাবে ।
শুভেচ্ছা রইল অনেক অনেক ।।