www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবির ইমনের কবিতা

যাদুকর

এই আঙ্গুলে একবার
শিল্পের গালে আচঁড় কেটে ছিলাম,
কোনো বিকার দেখি নি।
একবার স্পর্শ করেছিলাম
কিংশুকের আত্ন্যা ,
আঙ্গুলে এখনো লেগে আছে
রক্তিমা।
একবার সারস পাখির ঠোঁট ছুয়েঁছিলাম
এই আঙ্গুলে,
সেই হতে নিপুণ তুলি এই আঙ্গুল-
রঙের আয়োজন
           স্বপ্নের বিস্তার।
একবার সেন্টমার্টিন্সে -এ এক প্রস্তরখন্ড
স্পর্শ করেছিলাম এই আঙ্গুলে,
সেই হতে প্রবাল ধারন করে প্রস্তর,
দরদী চাঁদ উঠে সেন্টমার্টিন্স -এ
আর ঠিক তখন থেকেই
                নীলকান্তমণি
আমার একেকটি আঙ্গুল;
ঐ যে নীলজল
সে-ও আমার আঙ্গুলেরই যাদুবলে
উদাসীন।
একবার দুর্দান্ত উত্তাপে তন্দ্রার কপালের
একবিন্দু ঘাম মুছে দিয়েছিলাম
শিশিরের জন্ম লগ্ন সেটাই।
একবার ভালবাসার জোত্স্নায় মুড়ে
মায়ারন্দ্রে চালিয়েছিলাম এই আঙ্গুল,
সেই হতে মায়াপুরীর ঝর্ণা চন্দ্রবতী
আর মায়ারন্দ্র ভালোবাসার সুমাত্রা দ্বীপ।
মগ্ন আঙ্গুলে
সেই যে তোমার জরাঁয়ু ছুয়েছিলাম,
মগ্নতা কাটেনি এখনো
আঙ্গুলগুলো কাঁপছে সারাৎসার;
জরায়ুবৃত্তব্যাপি এতদিনের
          দাপাদাপি
                 কাঁপাকাঁপি
সেদিন ই প্রথম হৃদয়ে-হৃদয়ে হানা করে,
আজ ও যার নির্বিঘ্ন রাজত্ত্ব ওইসব হৃদয় জুড়ে।
কাপাকাপির এইসব মৌনী সুত্র
আমার আঙ্গুলের আবিষ্কার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আদিল ফারুক ০১/১১/২০১৩
    কবিতা কেন খায়না পাঠক ? উত্তর জানো হে কবি? থামাও কলম, উত্তর খুঁজো, লেখা কর মূলতবি !... ভাল হয়েছে ! কবিতাকে খুববেশী কবিতা করে তোলা হয়েছে !
    • আবির ইমন ০২/১১/২০১৩
      ধন্যবাদ কিশোর বয়সের কবি রাজ আদিল ফারুক!এই বার খাওয়া খাওয়ি ভাবনা ঝেড়ে ফেলে আবার কবিতায় ফিরে আসুন এই অঞ্চলে ।বহুদিন আপনার পদ্যে মুখরিত হয়না সময়।যুগের হুজুগে এই ব্লগেই হোক কাব্য কার্য!
  • জহির রহমান ৩১/১০/২০১৩
    অসাধারণ একটি কবিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ আর শুভেচ্ছা...
  • চমৎকার শব্দের ব্যবহার।
    • আবির ইমন ০১/১১/২০১৩
      ধন্যবাদ!
      • কই আর লেখা পাচ্ছি না কেন? সময় হলে আমার ব্লগে একবার আসবেন।
        • আবির ইমন ০৭/১১/২০১৩
          ধন্যবাদ মনে রাখার জন্য! আমি আসলেই খুব অলস আর সম্পুর্ন স্বতস্ফুর্ততা নির্ভর একটা মানুষ...বুঝতেই পারছেন কি করুন দশা আমার!
  • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
    অসাধারণ !
    প্রিয় কবি রাজ আবির ইমন ।

    যাক লিখলেন তবে...আমি অপেক্ষা করছিলাম আপনার নতুন পোস্টের ।

    'আত্ন্যা' < আত্মা = আ+ত+ম+া

    আস্তে আস্তে বানান, কি -বোর্ড এর স্পিডে হাত এসে যাবে ।
    শুভেচ্ছা রইল অনেক অনেক ।।
    • আবির ইমন ০১/১১/২০১৩
      অসংখ্য ধন্যবাদ কবি আরজু পনি!আপনার সহযোগিতা আমাকে অকবি থেকে কবি করে তুলতে ও পারে,যদিও স্বভাব কবি আমি নই।তাই এ আশা অবাঞ্চনীয়।
    • আরজু নাসরিন পনি ০১/১১/২০১৩
      পোস্ট করে ভুলে গেলেন না কি ?
      নাকি অনেক ব্যস্ত ?
      • আবির ইমন ০১/১১/২০১৩
        আরেকটা কথা আপু। আমার হয়ে সবাইকে জানিয়ে দিন ,ব্লগে একেবারেই আনকোড়া নতুন আমি।যত টুকু ফলেছে শস্যদানা সব ই কবি আরজু পনি'র প্রেরনার ফসল!
 
Quantcast