মা-গো তোমায় ভালোবাসি
অনেক অনেক ভালোবাসি
মাগো তোমায় আমি,
সেই কথাটি বলতে মুখে।
বাঁধে কেনো জানি।
তাইতো আজি বলবো তোমায়
কবিতায় ও ছন্দে,
শুনে মাগো হবেকি খুশী
বুকভরা আনন্দে?
নয় মাস দশ দিন গর্ভে রাখা
চাট্টিখানি নয় কথা,
জানিতো আমি প্রসবকালে
সয়েছো কত ব্যাথা।
আমিও যে মা হয়েছি
সয়েছি মরণ কস্ট,
তাইতো পৃথিবীর সকল মা-ই
হয় যে সর্বশ্রেস্ট।
দিনে-রাতে দুগ্ধ খাইয়ে
করেছো আমায় বড়,
আমার জন্য কত রজনীর
ঘুম হয়েছে নষ্ট।
একে একে সাত ভাই-বোন
এসেছি তোমার কোলে,
আদর, সোহাগ, যত্ন করে
রেখেছো আঁচলের তলে।
জন্ম আমার ধন্য হলো
তোমায় পেলুম বলে,
বেহেস্ত যে মোর জানি মাগো
তোমার পায়ের তলে।
রবের কাছে হাত তুলে চাই
তোমার সুখ ও শান্তি,
যত জীবন বাঁচবে মাগো
আসেনা যেনো ক্লান্তি।
ঈমান যেনো সদা সর্বদা
থাকে তোমার বুকে,
যাবার সময় আসলে যেনো মাগো
কালেমা থাকে মুখে।
রব গো আমার দোয়া তুমি
কবুল করে নিও,
আমার মায়ের জীবন মরণ
তোমার রহমতে ভরে দিও।
মাগো তোমায় আমি,
সেই কথাটি বলতে মুখে।
বাঁধে কেনো জানি।
তাইতো আজি বলবো তোমায়
কবিতায় ও ছন্দে,
শুনে মাগো হবেকি খুশী
বুকভরা আনন্দে?
নয় মাস দশ দিন গর্ভে রাখা
চাট্টিখানি নয় কথা,
জানিতো আমি প্রসবকালে
সয়েছো কত ব্যাথা।
আমিও যে মা হয়েছি
সয়েছি মরণ কস্ট,
তাইতো পৃথিবীর সকল মা-ই
হয় যে সর্বশ্রেস্ট।
দিনে-রাতে দুগ্ধ খাইয়ে
করেছো আমায় বড়,
আমার জন্য কত রজনীর
ঘুম হয়েছে নষ্ট।
একে একে সাত ভাই-বোন
এসেছি তোমার কোলে,
আদর, সোহাগ, যত্ন করে
রেখেছো আঁচলের তলে।
জন্ম আমার ধন্য হলো
তোমায় পেলুম বলে,
বেহেস্ত যে মোর জানি মাগো
তোমার পায়ের তলে।
রবের কাছে হাত তুলে চাই
তোমার সুখ ও শান্তি,
যত জীবন বাঁচবে মাগো
আসেনা যেনো ক্লান্তি।
ঈমান যেনো সদা সর্বদা
থাকে তোমার বুকে,
যাবার সময় আসলে যেনো মাগো
কালেমা থাকে মুখে।
রব গো আমার দোয়া তুমি
কবুল করে নিও,
আমার মায়ের জীবন মরণ
তোমার রহমতে ভরে দিও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৪/১১/২০২০সুন্দর।
-
আব্দুর রহমান আনসারী ১৪/১১/২০২০চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/১১/২০২০excellent...
-
ফয়জুল মহী ১৩/১১/২০২০বাহ্! অসাধারণ 💙 I