www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মুকুট বিহীন রাজা

একদা যেথায় ছিলেম প্রজা হয়েছি সেথায় রাজা
মন খুশীতে ডিগবাজি খাই বাজারে ঢোল বাজা।
হারাধনের দশটি ছেলে হারালেও নাই ক্ষতি
উদোর পিন্ডি ভোঁদর ঘাড়ে চাপাবো রাতারাতি।

চোর পুলিশের খেলার মাঝে করি লুকোচুরি
নীতির ধার থুড়াই ধারি আইন কে নিয়ে ঘুরি।
পকেটে মোর শত শত মন্ত্রী সারি সারি
যখন তখন যাকে তাকে টেনে বাহির করি।

মুকুট বিহীন রাজার যদি ক্ষমতাটাই এতো
মুকুট হলে না জানি কতই মজা হতো।
মগের মুল্লুক গেলেও তো আইনটা আছে জারি
তাইতো আজো মুকুট বিহীন রাজা হয়েও নাচি।

ভবের মাঝে ভাব দেখিয়ে বুক উঁচিয়ে চলি
সবখানেতেই আমার দাপট রাস্তা থেকে গলি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৯৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অতুলনীয়
  • ফয়জুল মহী ০২/১১/২০২০
    Valo laglo kobita
 
Quantcast