মুকুট বিহীন রাজা
একদা যেথায় ছিলেম প্রজা হয়েছি সেথায় রাজা
মন খুশীতে ডিগবাজি খাই বাজারে ঢোল বাজা।
হারাধনের দশটি ছেলে হারালেও নাই ক্ষতি
উদোর পিন্ডি ভোঁদর ঘাড়ে চাপাবো রাতারাতি।
চোর পুলিশের খেলার মাঝে করি লুকোচুরি
নীতির ধার থুড়াই ধারি আইন কে নিয়ে ঘুরি।
পকেটে মোর শত শত মন্ত্রী সারি সারি
যখন তখন যাকে তাকে টেনে বাহির করি।
মুকুট বিহীন রাজার যদি ক্ষমতাটাই এতো
মুকুট হলে না জানি কতই মজা হতো।
মগের মুল্লুক গেলেও তো আইনটা আছে জারি
তাইতো আজো মুকুট বিহীন রাজা হয়েও নাচি।
ভবের মাঝে ভাব দেখিয়ে বুক উঁচিয়ে চলি
সবখানেতেই আমার দাপট রাস্তা থেকে গলি।
মন খুশীতে ডিগবাজি খাই বাজারে ঢোল বাজা।
হারাধনের দশটি ছেলে হারালেও নাই ক্ষতি
উদোর পিন্ডি ভোঁদর ঘাড়ে চাপাবো রাতারাতি।
চোর পুলিশের খেলার মাঝে করি লুকোচুরি
নীতির ধার থুড়াই ধারি আইন কে নিয়ে ঘুরি।
পকেটে মোর শত শত মন্ত্রী সারি সারি
যখন তখন যাকে তাকে টেনে বাহির করি।
মুকুট বিহীন রাজার যদি ক্ষমতাটাই এতো
মুকুট হলে না জানি কতই মজা হতো।
মগের মুল্লুক গেলেও তো আইনটা আছে জারি
তাইতো আজো মুকুট বিহীন রাজা হয়েও নাচি।
ভবের মাঝে ভাব দেখিয়ে বুক উঁচিয়ে চলি
সবখানেতেই আমার দাপট রাস্তা থেকে গলি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০২/১১/২০২০অতুলনীয়
-
ফয়জুল মহী ০২/১১/২০২০Valo laglo kobita