খুকী তুই কই
খুকীরে তুই এই ভবেতে জন্মনিলি যখন
আশার আলো মনের কোণে ঝিলিক দিলো তখন,
দুঃখ, কষ্ট, আদর, যত্নে করলাম তোরে বড়
হৃদয় কোঠায় কত যে স্বপ্ন হইলো আমার জড়ো।
শৈশব গেলো, কৈশর গেলো, যৌবন যে হায় এলো
হঠাৎ একদিন বললি হেসে মাগো, তোমার স্বপ্নের কথা বলো,
দিন চলে যায়, মাস চলে যায়, খুকীর কি যে হলো!
পাইনা তারে কোথাও খুঁজে, কি যে করি বলো?
কই গো তোরা, কোথায় গেলি, খুকী কোথায় কি জানো?
আমার স্বপ্ন গুলো বলবো তারে, তোমরা ভাব ধরেছো কেনো?
পত্রিকাতে আজ ছবি ছেপেছে, দেখতে খুকীর মতো
বিচার চাই, ফাঁসী চাই, করছে শত শত
কিসের বিচার, কিসের ফাঁসী, লাভ কি হবে বলো?
আমি আমার খুকীকেই চাই, তাকে পেলেই হলো,
দাওনা গো ফিরিয়ে সবাই, খুকীকে আমার কোলে
নইলে কিন্তু বঙ্গজননী উঠবে হঠাৎ জ্বলে।
নিশ্চই তোমরা চাওনা আমায় রণাঙ্গনীর বেশে?
খুকীকে তাই দাওনা ফিরিয়ে মা জননীর কাছে।
*আমার এই কবিতাখানি হিরামনি, নুসরাত, তনু সহ আরো অগণিত জানা অজানা বিরঙ্গনাদের উদ্দেশ্যে লিখা। যাদের কাছে আমরা চির লজ্জিত। মহান আল্লাহ তাদেরকে
জান্নাতের উঁচু মর্যাদা দান করুন, আমীন।
আশার আলো মনের কোণে ঝিলিক দিলো তখন,
দুঃখ, কষ্ট, আদর, যত্নে করলাম তোরে বড়
হৃদয় কোঠায় কত যে স্বপ্ন হইলো আমার জড়ো।
শৈশব গেলো, কৈশর গেলো, যৌবন যে হায় এলো
হঠাৎ একদিন বললি হেসে মাগো, তোমার স্বপ্নের কথা বলো,
দিন চলে যায়, মাস চলে যায়, খুকীর কি যে হলো!
পাইনা তারে কোথাও খুঁজে, কি যে করি বলো?
কই গো তোরা, কোথায় গেলি, খুকী কোথায় কি জানো?
আমার স্বপ্ন গুলো বলবো তারে, তোমরা ভাব ধরেছো কেনো?
পত্রিকাতে আজ ছবি ছেপেছে, দেখতে খুকীর মতো
বিচার চাই, ফাঁসী চাই, করছে শত শত
কিসের বিচার, কিসের ফাঁসী, লাভ কি হবে বলো?
আমি আমার খুকীকেই চাই, তাকে পেলেই হলো,
দাওনা গো ফিরিয়ে সবাই, খুকীকে আমার কোলে
নইলে কিন্তু বঙ্গজননী উঠবে হঠাৎ জ্বলে।
নিশ্চই তোমরা চাওনা আমায় রণাঙ্গনীর বেশে?
খুকীকে তাই দাওনা ফিরিয়ে মা জননীর কাছে।
*আমার এই কবিতাখানি হিরামনি, নুসরাত, তনু সহ আরো অগণিত জানা অজানা বিরঙ্গনাদের উদ্দেশ্যে লিখা। যাদের কাছে আমরা চির লজ্জিত। মহান আল্লাহ তাদেরকে
জান্নাতের উঁচু মর্যাদা দান করুন, আমীন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইউসুফ জামিল ০৬/১১/২০২০চমত্কার লেখনী।
-
ফয়জুল মহী ০৫/১১/২০২০অপূর্ব প্রকাশ l বিমোহিত I
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৫/১১/২০২০খুব সুন্দর।
-
আব্দুর রহমান আনসারী ০৫/১১/২০২০চমৎকার
-
দীপঙ্কর বেরা ০৫/১১/২০২০ভাল হয়েছে কবিতা