জীবন টা অল্প
কোনও এক বিকেলে ভাবি বসে একা
জীবনের চাহিদার নাই সীমারেখা,
যদি চলি ছক কেটে জীবন টা ফ্যাকাশে
বেদনার রংটা যে বড় বেশী নীলচে।
বেহিসেবী যদি হই পিছলাবো নির্ঘাত
কস্মিনকালেও কেউ থামবেনা এই হাত,
হিসেব নিকেষ করে চলাটা যে মুশকিল
প্রতিপদে খুঁজে পাবে নিশ্চিত গরমিল।
জীবনের সিনেমার অংকটা কষিতেই
ঘুরে ফিরে ফলাফল মিশিবো যে মাটিতেই
ভেবে ভেবে শিহরিত জীবনটা অল্প
টানা আর পোড়নে ইতি দেয় গল্প।
জীবনের চাহিদার নাই সীমারেখা,
যদি চলি ছক কেটে জীবন টা ফ্যাকাশে
বেদনার রংটা যে বড় বেশী নীলচে।
বেহিসেবী যদি হই পিছলাবো নির্ঘাত
কস্মিনকালেও কেউ থামবেনা এই হাত,
হিসেব নিকেষ করে চলাটা যে মুশকিল
প্রতিপদে খুঁজে পাবে নিশ্চিত গরমিল।
জীবনের সিনেমার অংকটা কষিতেই
ঘুরে ফিরে ফলাফল মিশিবো যে মাটিতেই
ভেবে ভেবে শিহরিত জীবনটা অল্প
টানা আর পোড়নে ইতি দেয় গল্প।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইউসুফ জামিল ০৩/১১/২০২০সুন্দর লেখনী
-
আব্দুর রহমান আনসারী ০২/১১/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ০২/১১/২০২০Very good post