ঈমান বাঁচাই
মুসলমানের ঘরে জন্ম নিলেই, মুসলমান হওয়া যায়না
প্রিয় রাসূল(সাঃ) কে ভালোবাসা বিনা, ঈমান পূর্ণ হয়না,
প্রিয় হাবিবের উম্মত হয়েও কতই না বোকা আমরা
যুগে যুগে দিচ্ছে যে ধোকা কাফের আর মুশরিকরা।
তবুও আমাদের নড়েনা টনক খেয়েছি যে বেহুশের গুলি
হুঁশে বেহুঁশে মাতাল হয়ে বিপথে অবলীলায় যাই চলি,
বন্ধু তারা কভূ নাহি হবে করে যারা রাসূল (সাঃ) কে অসম্মান
তাঁহারি তরে বিলাবো যে প্রাণ সইবোনা তাঁর অপমান।
মুখাপেক্ষী নন যে তিঁনি, সমর্থনের ও নয় প্রয়োজন
শাফায়াতের আশায় তাঁকে ভালোবাসি হে জনগণ,
বিশ্বের সব মুমিনরা আজ জেগে উঠি গা ঝাড়া দিয়ে
হাইজে কাওসারের পানির জন্য ঈমান যাই বাঁচিয়ে।
তা না হলে রোজ হাশরে থাকবেনা তো কোনোই সম্বল,
আল্লাহর রহমত আর রাসূল (সাঃ) এর শাফায়াত বিনা
কাজ দিবেনা কোনও আমল।
প্রিয় রাসূল(সাঃ) কে ভালোবাসা বিনা, ঈমান পূর্ণ হয়না,
প্রিয় হাবিবের উম্মত হয়েও কতই না বোকা আমরা
যুগে যুগে দিচ্ছে যে ধোকা কাফের আর মুশরিকরা।
তবুও আমাদের নড়েনা টনক খেয়েছি যে বেহুশের গুলি
হুঁশে বেহুঁশে মাতাল হয়ে বিপথে অবলীলায় যাই চলি,
বন্ধু তারা কভূ নাহি হবে করে যারা রাসূল (সাঃ) কে অসম্মান
তাঁহারি তরে বিলাবো যে প্রাণ সইবোনা তাঁর অপমান।
মুখাপেক্ষী নন যে তিঁনি, সমর্থনের ও নয় প্রয়োজন
শাফায়াতের আশায় তাঁকে ভালোবাসি হে জনগণ,
বিশ্বের সব মুমিনরা আজ জেগে উঠি গা ঝাড়া দিয়ে
হাইজে কাওসারের পানির জন্য ঈমান যাই বাঁচিয়ে।
তা না হলে রোজ হাশরে থাকবেনা তো কোনোই সম্বল,
আল্লাহর রহমত আর রাসূল (সাঃ) এর শাফায়াত বিনা
কাজ দিবেনা কোনও আমল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ২০/০১/২০২২সত্য বলেছেন।
-
Md. Rayhan Kazi ১১/১১/২০২০অসাধারণ লেখনী
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১০/১১/২০২০চমৎকার।
-
ফয়জুল মহী ০৯/১১/২০২০Very excellent
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/১১/২০২০Very Beautiful Poem. Thanks
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৯/১১/২০২০ভালো লাগা রেখে গেলাম। ভালো লাগলো