পাছে লোকে কিছু বলে
করিতে পারি না কাজ
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে-
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।
সদা ভয় সদা লাজ
সংশয়ে সংকল্প সদা টলে-
পাছে লোকে কিছু বলে।
আড়ালে আড়ালে থাকি
নীরবে আপনা ঢাকি,
সম্মুখে চরণ নাহি চলে
পাছে লোকে কিছু বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০২/২০১৮
-
মধু মঙ্গল সিনহা ২৭/০২/২০১৮সুন্দর
-
মোঃআরাফাত হোসাইন ২৬/০২/২০১৮thanks
-
এস এম সাফায়েত ২৬/০২/২০১৮এই কবিতাটি কামিনী রায় এর। Copyright case!!!
-
পি পি আলী আকবর ২৬/০২/২০১৮ভালোই
লেখা আপনার নামে চালিয়ে দিলেন ? ইচ্ছাকৃত না কি ভুলক্রমে তা ভেবে দেখবেন কি ?
অন্যথায় এটা বড়ো অন্যায় । ধন্যবাদ ।