আগমন
তখন রাত্রি আঁধার হল,
সাঙ্গ হল কাজ-
আমরা মনে ভেবেছিলেম,
আসবে না কেউ আজ ।
মোদের গ্রামে দুয়ার যত
রুদ্ধ হল রাতের মত,
দু’এক জনে বলেছিল
“আসবে মহারাজ!”
আমরা হেসে বলেছিলেম
“আসবে না কেউ আজ!”
সাঙ্গ হল কাজ-
আমরা মনে ভেবেছিলেম,
আসবে না কেউ আজ ।
মোদের গ্রামে দুয়ার যত
রুদ্ধ হল রাতের মত,
দু’এক জনে বলেছিল
“আসবে মহারাজ!”
আমরা হেসে বলেছিলেম
“আসবে না কেউ আজ!”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআরাফাত হোসাইন ০২/০৩/২০১৮thanks
-
রনি বিশ্বাস ২৬/০২/২০১৮অসাধারণ লেখনী।
-
শামিম ইশতিয়াক ২৬/০২/২০১৮অসাধারণ
-
মোঃআরাফাত হোসাইন ২৬/০২/২০১৮thanks
-
মধু মঙ্গল সিনহা ২৬/০২/২০১৮খুব সুন্দর কবিতা....