একজন নোতুন তুমি
আজ আর বলতে চাই না
'তুমি আমার সেই তুমি।'
এখন তোমার বুকে ডুবে থাকে
হাজার শিল্পীর কিশলয়
এখন তোমার চোখে চেয়ে থাকে
নিভৃত যৌবনের ব্যাকারন,সন্ধি।
আমি শুধু তোমাকে দেখে যাই গভীর...
তোমাকে যতবার ছুয়ে দেখি
ততোবার বুঝে যাই
পৃথীবির আয়ু নকল নাকি আসল।
ততোবার বুঝে যাই
তুমি আর নেই সেই তুমি!
হাজার ধ্রুবতারা খসে গেলে
জীবনেরা করে আয়জন...
প্রেমের আবরন পুড়ে গেলে
প্রিয়সীর বুকে জড় হয়
নোতুনের আভরন!
কাল যে তুমি গুটি গুটি হাতে
আমার বুকে এঁকে দিতে অস্টমী চাঁদ
যে ঠোটে বুনেদিতে আর এক পৃথীবির বীজ
সেই বীজে কথাকয় আধারের কিশলয়...
'তুমি আমার সেই তুমি।'
এখন তোমার বুকে ডুবে থাকে
হাজার শিল্পীর কিশলয়
এখন তোমার চোখে চেয়ে থাকে
নিভৃত যৌবনের ব্যাকারন,সন্ধি।
আমি শুধু তোমাকে দেখে যাই গভীর...
তোমাকে যতবার ছুয়ে দেখি
ততোবার বুঝে যাই
পৃথীবির আয়ু নকল নাকি আসল।
ততোবার বুঝে যাই
তুমি আর নেই সেই তুমি!
হাজার ধ্রুবতারা খসে গেলে
জীবনেরা করে আয়জন...
প্রেমের আবরন পুড়ে গেলে
প্রিয়সীর বুকে জড় হয়
নোতুনের আভরন!
কাল যে তুমি গুটি গুটি হাতে
আমার বুকে এঁকে দিতে অস্টমী চাঁদ
যে ঠোটে বুনেদিতে আর এক পৃথীবির বীজ
সেই বীজে কথাকয় আধারের কিশলয়...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/১১/২০১৪বানানগুলো দেখে নিলে অনেক বেশি ভালো হতো।
-
মনিরুজ্জামান শুভ্র ০৮/১১/২০১৪অনেক ভাল হয়েছে। কিন্তু বানানের ভূত ছাড়াতে হবে ।
-
রক্তিম ০৮/১১/২০১৪নোতুন তুমি বারে বারে নতুন হয়ে এসো। ভালো ।
-
ইহ্সান জাহিদ ০৭/১১/২০১৪বাহ!
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৭/১১/২০১৪ভাল লাগল।