নিজে বাচো অন্যকে বাচাও
¤¤¤নিজে বাচো অন্যকে বাচাও¤¤¤
করোনায় আতঙ্ক নয়।
সামাজিক দূরত্ব,
আনিবে বিজয়।
সতর্কতাই এখন,
সবচেয়ে বড় ওষুধ।
যাহা সকলের কাছে,
আছে মজুদ।
সতর্কতায় বাচবে তুমি,
করোনা হবে কপোকাত।
বাহির থেকে এসে সাবান দিয়ে,
ধৌত করিলে হাত।
বাহিরে তুমি যেওনা,
যদি একান্ত প্রয়োজন না হয়।
যদিওবা যেতে হয়,
মাস্ক ছাড়া নয়।
মাস্ক পড়েছো বলেই তুমি,
নিরাপদ কিন্তু নয়।
একজন থেকে অন্য জনের দূরত্ব,
কমপক্ষে তিন ফোট যেনো হয়।
জন সমাবেশ এড়িয়ে চলো তুমি,
সংক্রমণ এড়াতে।
ঘরে বসে মশগুল থাকো,
আল্লাহর ইবাদাতে।
তোমার ভেতর থাকে যদি,
সংশ্লিষ্ট রোগের লক্ষণ।
সরকারি হটলাইনে করলে যোগাযোগ,
সমাধান যখন তখন।
ত্রিশ লক্ষ শহীদের আত্নদানেও,
তোমার উচু ছিলো শীর।
ভুলে যেওনা তুমি ছিলে,
এক যুদ্ধজয়ী বীর।
_সমাপ্ত_
করোনায় আতঙ্ক নয়।
সামাজিক দূরত্ব,
আনিবে বিজয়।
সতর্কতাই এখন,
সবচেয়ে বড় ওষুধ।
যাহা সকলের কাছে,
আছে মজুদ।
সতর্কতায় বাচবে তুমি,
করোনা হবে কপোকাত।
বাহির থেকে এসে সাবান দিয়ে,
ধৌত করিলে হাত।
বাহিরে তুমি যেওনা,
যদি একান্ত প্রয়োজন না হয়।
যদিওবা যেতে হয়,
মাস্ক ছাড়া নয়।
মাস্ক পড়েছো বলেই তুমি,
নিরাপদ কিন্তু নয়।
একজন থেকে অন্য জনের দূরত্ব,
কমপক্ষে তিন ফোট যেনো হয়।
জন সমাবেশ এড়িয়ে চলো তুমি,
সংক্রমণ এড়াতে।
ঘরে বসে মশগুল থাকো,
আল্লাহর ইবাদাতে।
তোমার ভেতর থাকে যদি,
সংশ্লিষ্ট রোগের লক্ষণ।
সরকারি হটলাইনে করলে যোগাযোগ,
সমাধান যখন তখন।
ত্রিশ লক্ষ শহীদের আত্নদানেও,
তোমার উচু ছিলো শীর।
ভুলে যেওনা তুমি ছিলে,
এক যুদ্ধজয়ী বীর।
_সমাপ্ত_
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৫/২০২০excellent.
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০Good post. .