সমাজসেবক
সমাজসেবক
আব্দুল হাদী তুহিন।
নিন্দুক যে ছায়ার মত
ছুটে তোমার পিছু,
দেখিয়ে দিবে তোমার চলার
পথটা উচু নিচু।
বলবে লোকে বলবে রে ভাই
অম্ল¬ রসে কথা,
মেনে নিও শান্ত প্রাণে
বাঙালিদের প্রথা।
গরিব দুঃখি অসহায়ের
ক্ষুধার তাড়নায়
যুগিয়ে দিও প্রাপ্য রসদ
সেবার ভাবনায়।
রাস্তা-ঘাটে, মিলে-কলে
হাট আর বাজারে
পারলে তুমি মিটিয়ে দিও
জনগণের সাজা রে।
কোন বিপদে কখন কাহার
থমকে আছে জীবন,
কোথায় কাহার অধিকারটা
করছে দানব হরণ।
শোষকের শুড় লম্বা অতি
জালিমের জোর মস্ত,
খোঁজে ফিরো কার নিনাদে
যায়নি সূর্য অস্ত।
যাওরে ছুটে তাদের কাছে
সময় তোমার এখন,
মানুষ হয়ে বাচতে কর
বিপ্লব এর ই বুনন।
নিন্দুকটা ভুলবে তোমায়
দেশ জাতি যে ভুলবে না,
ভুল করেও বিনিময়ে
প্রতিদানটা তুলবে না।
মানব প্রেমে বাচবে তুমি
সেবা ই ব্রত হলে,
যেমন ছিল পূর্বপুরুষ
ইতিহাস তাই বলে।
আব্দুল হাদী তুহিন।
নিন্দুক যে ছায়ার মত
ছুটে তোমার পিছু,
দেখিয়ে দিবে তোমার চলার
পথটা উচু নিচু।
বলবে লোকে বলবে রে ভাই
অম্ল¬ রসে কথা,
মেনে নিও শান্ত প্রাণে
বাঙালিদের প্রথা।
গরিব দুঃখি অসহায়ের
ক্ষুধার তাড়নায়
যুগিয়ে দিও প্রাপ্য রসদ
সেবার ভাবনায়।
রাস্তা-ঘাটে, মিলে-কলে
হাট আর বাজারে
পারলে তুমি মিটিয়ে দিও
জনগণের সাজা রে।
কোন বিপদে কখন কাহার
থমকে আছে জীবন,
কোথায় কাহার অধিকারটা
করছে দানব হরণ।
শোষকের শুড় লম্বা অতি
জালিমের জোর মস্ত,
খোঁজে ফিরো কার নিনাদে
যায়নি সূর্য অস্ত।
যাওরে ছুটে তাদের কাছে
সময় তোমার এখন,
মানুষ হয়ে বাচতে কর
বিপ্লব এর ই বুনন।
নিন্দুকটা ভুলবে তোমায়
দেশ জাতি যে ভুলবে না,
ভুল করেও বিনিময়ে
প্রতিদানটা তুলবে না।
মানব প্রেমে বাচবে তুমি
সেবা ই ব্রত হলে,
যেমন ছিল পূর্বপুরুষ
ইতিহাস তাই বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ১৪/০৪/২০১৮সুন্দর লেখা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৪/২০১৮অসাধারণ লেগেছে।
-
সন্দীপ দাস ১৪/০৪/২০১৮দারুন
-
লিখন মাহমুদ ১৪/০৪/২০১৮মানুষ মানুষের জন্য, সমাজ সেবাই ধর্ম। শুভেচ্ছা রইল এমন লেখনীর জন্য।