তারুন্যের শক্তি
হে নব তরুন-
ভেঙ্গে ফেল সেই পুরানো প্রাচীর
শোষক সৃষ্ট রীতি
অন্ধযোগের চলিত কুসংস্কার
চুরমার কর বৈষম্য নীতি।
ন্যায় সংগ্রামে ঝাপিয়ে পড়
সত্যের অস্ত্র হয়ে
অকুত ভয়ে চালাও যুদ্ধ
তারুন্যের শক্তি নিয়ে।
আধারের প্রলয়ে তোরা
কখনও হবে না বিভোর
ভুল না ওরে লোভের বুলে
তোরা যে সিংহ সৈনিক তাবুর।
গেয়ে যাও সদা মুক্তির গান
প্রতিবাদরে অকুন্ঠ সুরে
কৃষ্টি বিপ্লবে তোরা হাতিয়ার
এ সমাজ তোদের তরে।
ভেঙ্গে ফেল সেই পুরানো প্রাচীর
শোষক সৃষ্ট রীতি
অন্ধযোগের চলিত কুসংস্কার
চুরমার কর বৈষম্য নীতি।
ন্যায় সংগ্রামে ঝাপিয়ে পড়
সত্যের অস্ত্র হয়ে
অকুত ভয়ে চালাও যুদ্ধ
তারুন্যের শক্তি নিয়ে।
আধারের প্রলয়ে তোরা
কখনও হবে না বিভোর
ভুল না ওরে লোভের বুলে
তোরা যে সিংহ সৈনিক তাবুর।
গেয়ে যাও সদা মুক্তির গান
প্রতিবাদরে অকুন্ঠ সুরে
কৃষ্টি বিপ্লবে তোরা হাতিয়ার
এ সমাজ তোদের তরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মুহাম্মাদ আলী ২০/০৩/২০১৮সুন্দর।
-
মো : আবুল হোসেন ২০/০৩/২০১৮দারুণ!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/০৩/২০১৮অসাধারণ