যাতনায় ভুলেছি ভুবন
প্রেয়সী তোমার সৌরভে পূর্ন আনন
মৌরীতে ভরা যেন সুগন্ধী কানন।
মানব কি দানব তুমি কাহার দোসর?
তব রূপ দর্শনে আমার অন্তরে ডমর।
এদেহে থাকবে না প্রাণ হারালে তোমায়
যাতনায় ভুলেছি ভুবন তোমার আশায়।
তব মুক্তা চুরিত জীবমন্দির থেকে প্রিয়া
চাই শুধু একটু ভালোবাসা জিজিয়া।
ভালো বেসে নীড় বেধে তোমাকে নিয়ে
জীবনটা কাটাচ্ছি আমি আধাঁরে হারিয়ে।
তব প্রেমের বাধনে উৎসর্গ করেছি এ জীবন
পাষান হয়ে করনা তুমি প্রীতিকে খন্ডন।
মৌরীতে ভরা যেন সুগন্ধী কানন।
মানব কি দানব তুমি কাহার দোসর?
তব রূপ দর্শনে আমার অন্তরে ডমর।
এদেহে থাকবে না প্রাণ হারালে তোমায়
যাতনায় ভুলেছি ভুবন তোমার আশায়।
তব মুক্তা চুরিত জীবমন্দির থেকে প্রিয়া
চাই শুধু একটু ভালোবাসা জিজিয়া।
ভালো বেসে নীড় বেধে তোমাকে নিয়ে
জীবনটা কাটাচ্ছি আমি আধাঁরে হারিয়ে।
তব প্রেমের বাধনে উৎসর্গ করেছি এ জীবন
পাষান হয়ে করনা তুমি প্রীতিকে খন্ডন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০৩/২০১৮খুব ভালো
-
কাজী জুবেরী মোস্তাক ১৮/০৩/২০১৮বাহ্ অনিন্দ্য সুন্দর উপস্থাপন
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৮/০৩/২০১৮বেশ ভাল ভাবনা ।
-
অাব্দুল হাদী তুহিন ১৮/০৩/২০১৮১২ বার পঠিত, যারা পড়ছেন সবাইকে ধন্যবাদ।
-
পি পি আলী আকবর ১৮/০৩/২০১৮দারুণ