মিথ্যে স্বপ্ন
এ জগতে স্থান আমার জ্যান্ত পাথর হিসেবে
নিজের বলে, নিজের দমে করবো কিছু কিসেতে?
সোনার হরিণ সোনার হরিণ, ছুটছি অনেক সাধেতে
সব ফেলে "দে দৌড়" কান নিয়েছে চিলেতে।
সকাল, দুপুর, সন্ধ্যা কাঁটে গভীর ঘুমেতে
রাত্রি জেগে ভাবি.......
কিছুই না হোল দিনটি গেল মিছেতে।
নিজের বলে, নিজের দমে করবো কিছু কিসেতে?
সোনার হরিণ সোনার হরিণ, ছুটছি অনেক সাধেতে
সব ফেলে "দে দৌড়" কান নিয়েছে চিলেতে।
সকাল, দুপুর, সন্ধ্যা কাঁটে গভীর ঘুমেতে
রাত্রি জেগে ভাবি.......
কিছুই না হোল দিনটি গেল মিছেতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৪/০৪/২০১৬
-
সাইদুর রহমান ১৭/০৩/২০১৬বাহ।
-
মাহাবুব ০৮/০৩/২০১৬বাহ দারুণ, শুভেচ্ছা।
-
নুফরাত জেরীন ০৮/০৩/২০১৬চমৎকার
-
রাশেদ খাঁন ০৮/০৩/২০১৬বাহ! দাড়ুন ।
শুভেচ্ছা রইল ।