www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিকে নয় কবিতাকে পড়ো

যদিও না হয় ভাল তাও সবাই বলে
এতে জ্বলেছে অনেক অনেক আলো

বাস্তবে তা এমন নয় যেমন তুমি বলো
অনেক অনেক কথার মাঝে সত্যটাকে ঢাকো।

কবিতা কি পড়বে তুমি,মন্তব্য নিয়ে ব্যাস্ত
চারিদিকে ছরিয়ে আছে সস্তা মানের চিত্র

কবিকে নয় কবিতাকে পড়ো
ভাল মন্ধ বিচার করে মন্তব্যটা করো
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম.এম. হাওলাদার ২৪/০৫/২০১৬
    ঠিকই বলেছেন, যৌক্তিক কথা।
  • পড়েছি। সব বলে দিলেন কবি। তবে উপায়ও নেই। কাইকে মন্দ বললে কষ্ট পাবে না! এজন্যই মন্দটা রেখে ভালটাকে খোঁজে সবাই।
    খুব ভাল থাকুন কবি।
  • রহমান মোস্তাফিজ ০৩/০৩/২০১৫
    All should
  • ০৯/০২/২০১৫
    হুম এমনটাই প্রয়োজন ।
  • হাসান কামরুল ০৭/০২/২০১৫
    অসাধারন লিখেছেন।
  • এই কথাটাকে সুপার লাইক দিলাম। এমনটা ই উচিত।
  • আই ডু দ্যাট, এন্ড সাপোর্ট দ্যাট___
  • পিয়ালী দত্ত ০৬/০২/২০১৫
    সুন্দর
  • ফিরোজ মানিক ০৬/০২/২০১৫
    অনেক ভাল লাগলো কথাগুলো। আসলে মন্তব্য শুধু ভালোর দিক নিয়েই হয়না, একটা কবিতা ভাল ভাবে পড়ে তার দোষ গুন সবই বিচার বিশ্লেষণ করা উচিৎ। তবেই তো কবি তার কবিতার ভুল ত্রুটি বুঝবে এবং সংশোধন করবে। শুধু তাই নয়, কবি তার কবিতা লেখায় দারুণ অনুপ্রেরণাও পাবে।
  • সবুজ আহমেদ কক্স ০৬/০২/২০১৫
    soh mot @@@@ anek thanks
  • আতিক রহমান ০৬/০২/২০১৫
    আসলেই। লেখা বুঝেই ভালো লাগা ও মন্তব্য করা উচিত। সেই সাথে লেখকের ও দায়িত্ব, গতানুগতিক লেখার বাইরে নিজের চিন্তা শক্তির বিকাশ ঘটানো, উপস্থাপনায় ভিন্নতা আনা............ কঠিন কথা বার্তা বলে ফেললাম মনে হচ্ছে। যাইহোক, সাহসী বক্তব্যর জন্য হাত তালি দিয়ে দিলাম। :-)
  • মিজান রহমান ০৬/০২/২০১৫
    মহত্‍ পরামর্শ
 
Quantcast