পাপ
করেছি যত পাপ
চেওনা তার হিসাব
নিজেকে নিয়ে নিজের কাছে আমি ক্ষিপ্ত
তোমার কাছে হয়েছি আমি অনুতপ্ত।
অজ্ঞানে সজ্ঞানে সকল পাপের আমিই কারন
অযোগ্য ক্ষমার আমার এই আচরন
ষোলতে যুবতি আর কুঁড়িতে বুড়ি
মাঝখানে শুধু পাপের ফুল ঝুড়ি।
প্রভু তোমারই কাছে চাই শুধু ক্ষমা
রেখে পাপাচারে লিপ্ত সকল কাজের জমা।
চেওনা তার হিসাব
নিজেকে নিয়ে নিজের কাছে আমি ক্ষিপ্ত
তোমার কাছে হয়েছি আমি অনুতপ্ত।
অজ্ঞানে সজ্ঞানে সকল পাপের আমিই কারন
অযোগ্য ক্ষমার আমার এই আচরন
ষোলতে যুবতি আর কুঁড়িতে বুড়ি
মাঝখানে শুধু পাপের ফুল ঝুড়ি।
প্রভু তোমারই কাছে চাই শুধু ক্ষমা
রেখে পাপাচারে লিপ্ত সকল কাজের জমা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নিহাল নাফিস ০৬/০২/২০১৫ষোলতে যুবতি আর কুড়িতে বুড়ি । মাঝখানে শুধু পাপের ফুলঝুড়ি । বাস্তবিকই , সত্য । ভাল লাগল পড়ে কবিতাটা ।
-
হাসান ইমতি ০৫/০২/২০১৫হুম ...
-
স্বপ্নীল মিহান ০৩/০২/২০১৫বাহ! বাক্য চয়ন ও মিল, সুন্দর হয়েছে।
-
মোস্তাইন বিল্লাহ জীবন ০২/০২/২০১৫নাইছ
-
অ ০১/০২/২০১৫সুন্দর লেখা ।।
শুভেচছা রইল ।। -
সবুজ আহমেদ কক্স ০১/০২/২০১৫ভালো লাগলো ...............।।
-
ফিরোজ মানিক ০১/০২/২০১৫পাপ করলে পাপী হবে পূণ্য করলে পূণ্যবান, আখেরাতের হিসেব থেকে নেই তোমার অবসান ও মন। ভাল কি বা মন্দ মনে তোমার দ্বন্দ্ব কোন পাড়ে ভীঁড়াবে ভেলা।
-
স্বপন রোজারিও(১) ০১/০২/২০১৫Excellent.
-
মুহাম্মদ রুহুল আমীন ০১/০২/২০১৫চমৎকার লিখেছেন
উপস্থাপনাটা খুবই ভাল লাগল
শুভেচ্ছা কবিকে। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/০২/২০১৫বাহ! দারুন। সত্যি লেখার প্রশংসা করতে হয়। অনেক ভালো হয়েছে। চালিয়ে যান। শুভ কামনা থাকলো।