অনেকটা অসামাজিক আমি
হয়ত আমি ওভার স্মার্ট নামক
কোন অশ্লীল মেয়ে নয়ই বলে
হয়ত আমার রূপের ঝলকে
কেউ পাগল হয় নি বলে
হয়ত আমার খোলা চুলের
স্পর্শ কেউ পায়নি বলে
হয়ত আমার চোখের চাহনির
প্রেমে কেউ পরে নি বলে,
হয়ত আমার ঠোঁটের ছোট্ট
তিলের স্পর্শ কেউ পায়নি বলে
হয়ত আমার শুষ্ক ভালোবাসার উষ্ণ
অনুভূতি কেউ স্পর্শ করতে পারেনি বলে
হয়ত আমি অনেকটা অসামাজিক বলেই
আজও আমি শুনি নি ................
হে প্রিয়তমা ভালোবাসি তোমায়।
কোন অশ্লীল মেয়ে নয়ই বলে
হয়ত আমার রূপের ঝলকে
কেউ পাগল হয় নি বলে
হয়ত আমার খোলা চুলের
স্পর্শ কেউ পায়নি বলে
হয়ত আমার চোখের চাহনির
প্রেমে কেউ পরে নি বলে,
হয়ত আমার ঠোঁটের ছোট্ট
তিলের স্পর্শ কেউ পায়নি বলে
হয়ত আমার শুষ্ক ভালোবাসার উষ্ণ
অনুভূতি কেউ স্পর্শ করতে পারেনি বলে
হয়ত আমি অনেকটা অসামাজিক বলেই
আজও আমি শুনি নি ................
হে প্রিয়তমা ভালোবাসি তোমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রহমান মোস্তাফিজ ০৩/০৩/২০১৫হয়তো কাব্যকালপূরুষ তাই দৈববর হাতে নিয়ে ভর করেছে তোমার লিখনীতে
-
হাসান কামরুল ০৭/০২/২০১৫"হে প্রিয়তমা ভালবাসি তোমায় ..."
আপনার কবিতার উদ্দেশ্যে বলা।
দারুণ লিখেছেন। -
ডিবেটার সাদ্দাম হোসেন ০৭/০২/২০১৫আপু, সত্যি বলতে....
ছেলেরা এমন মেয়েকেই সত্যিই ভালোবাসে........
শ্যামলা মুখগুলি মায়াবি হয়, যে ঠোটে তিল থাকে সে ঠোটের হাসির চেয়ে আকর্ষনীয় কিছু হতে পারে না।।
হয়তো চুপ করে, নীরবে একজন ভালো বেসে যায়।।
কথা মনের মধ্যেই লুকিয়ে রাখে।
ছেলেদের সত্যি ভালোবাসা এখনও হারায় নি কিন্তু ........ -
অ ০১/০২/২০১৫ওয়াও ।
দারুণ লেখা ।
শুভকামনা রইল । -
শ্রাবনের মেঘ ৩১/০১/২০১৫ছন্দ অসাধারন
-
মোহাম্মদ রফিক ৩১/০১/২০১৫...............।অবশ্যই রূপের ঝলকে পাগল বানাতে হবে, মায়াবী চোখের চাহনিতে হৃদয় শান্ত করতে হবে, ঠোটের তিলকে স্পর্শ করতে দিতে হবে তবে তা অবশ্যই একজনকে হাজার জনকে নয়। জীবনে সেই একজন যখন আসবে তার জন্যই আপনার সব কিছু আমানত রাখতে হবে। ওভার স্মার্ট অশ্লীল মেয়েদের কাজ হাজার জনকে পাগল করা, ও কাজ আপনার জন্য নয়। সে জন্য যদি আপনাকে অসামাজিক হতে হয় তা তো গৌরবের। হৃদয় দিয়ে লেখা কবিতা সুন্দর হতে বাধ্য। চালিয়ে যান। শুভ কামনা রইল।
-
ফিরোজ মানিক ৩১/০১/২০১৫কিছু সময়তার অপেক্ষায়, কিছু সুযোগতার অপেক্ষায় হয়তো দেখা হয়নি রূপের ঝলক, খোলা চুল, চোখের চাহনি, ঠোঁটের হাসি তবে একদিন অবশ্যই সবাই দেখবে এমন সুন্দর সুন্দর কবিতার মধ্যে দিয়ে।
-
সবুজ আহমেদ কক্স ৩১/০১/২০১৫valo @@@
-
মুহাম্মদ রুহুল আমীন ৩১/০১/২০১৫এসব কিছু ছোঁয়া লাগে না
ভালবাসা জন্মে হৃদয় থেকে
ভাল লাগল কবিতা -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩১/০১/২০১৫রিস্ক কি একটা নিয়েই নিবো নাকি?
হাহাহা। মজা করলাম। ডন্ট মাইন্ড। সত্যি অনেক সুন্দর। দারুন হয়েছে। অনেক ভালো লাগলো চালিয়ে যান। এত সুন্দর লেখা না প্রকাশ করে উপায় আছে। শুভ কামনা রইলো।