অজুহাত
তুমি যখন তিনটা ত্রিশের কথা বলে
চারটা পনেরো মিনিটে আসো
তখন খুব সহজেই বুঝতে পারি
তাড়াহুড়ো করতে গিয়েই তোমার দেরি
হয়ে গেছে।
হয়তো অনেক আগে থেকেই যে কাজটা
অন্যকে দিয়ে করাবে ভেবেছিলে
আমার কাছে আসার ঠিক পাঁচ মিনিট আগে
তা হয়ে গেলো তোমার অত্যাবশ্যক কাজ।
তখন খুব ব্যস্ত হয়ে
কাজটা শেষ করতে গিয়ে দেখলে
তা ভুল হয়েছে।
টাইপিং করতে গিয়ে দেখলে
বিদ্যুৎ ই চলে গেছে
কিংবা এও হতে পারে সেই কম্পিউটারই
কাজ করছে না
কি যে মেজাজ খারাপ হয় তোমার
আবার,
কোন কোন দিন হয়তো অফিসের বসকে
মেনেজ করতে পারো না
অথবা অনেক কাজের চাপে
তোমার সময় খেয়াল থাকে না
কিংবা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবো
সেব না করলে কেমন লাগবে?
হুট করে চলে গেলে সেব হতে সেলুনে
সেব হতে না হতেই ভাবলে
চুল গুলা কেমন জংলী হয়ে আছে
ভাবো এই অবস্থায় আমার কাছে কি করে আসবে তুমি?
কি যে এলোমেলো হও তুমি
কি যে এলোমেলো
আমি ঠিক বুঝতে পারি,
এদিকে ঘড়ির কাঁটাও খুব স্বার্থপরের মত ঘোরে
তিনটা ত্রিশ পার হয়ে,
তখন এই মাত্র চারটার ঘরে পৌছাল
আর আমি দূর থেকে দেখি,
খুব তাড়াহুড়ো করে
আমার দিকেই আসছ,
অপরাধ মাখা তোমার কন্ঠ এই বুঝি
আমাকে ছুঁয়ে বলবে,
খুব দেরি হয়ে গেলো তাই না?
চারটা পনেরো মিনিটে আসো
তখন খুব সহজেই বুঝতে পারি
তাড়াহুড়ো করতে গিয়েই তোমার দেরি
হয়ে গেছে।
হয়তো অনেক আগে থেকেই যে কাজটা
অন্যকে দিয়ে করাবে ভেবেছিলে
আমার কাছে আসার ঠিক পাঁচ মিনিট আগে
তা হয়ে গেলো তোমার অত্যাবশ্যক কাজ।
তখন খুব ব্যস্ত হয়ে
কাজটা শেষ করতে গিয়ে দেখলে
তা ভুল হয়েছে।
টাইপিং করতে গিয়ে দেখলে
বিদ্যুৎ ই চলে গেছে
কিংবা এও হতে পারে সেই কম্পিউটারই
কাজ করছে না
কি যে মেজাজ খারাপ হয় তোমার
আবার,
কোন কোন দিন হয়তো অফিসের বসকে
মেনেজ করতে পারো না
অথবা অনেক কাজের চাপে
তোমার সময় খেয়াল থাকে না
কিংবা আয়নার সামনে দাঁড়িয়ে ভাবো
সেব না করলে কেমন লাগবে?
হুট করে চলে গেলে সেব হতে সেলুনে
সেব হতে না হতেই ভাবলে
চুল গুলা কেমন জংলী হয়ে আছে
ভাবো এই অবস্থায় আমার কাছে কি করে আসবে তুমি?
কি যে এলোমেলো হও তুমি
কি যে এলোমেলো
আমি ঠিক বুঝতে পারি,
এদিকে ঘড়ির কাঁটাও খুব স্বার্থপরের মত ঘোরে
তিনটা ত্রিশ পার হয়ে,
তখন এই মাত্র চারটার ঘরে পৌছাল
আর আমি দূর থেকে দেখি,
খুব তাড়াহুড়ো করে
আমার দিকেই আসছ,
অপরাধ মাখা তোমার কন্ঠ এই বুঝি
আমাকে ছুঁয়ে বলবে,
খুব দেরি হয়ে গেলো তাই না?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৭/০২/২০১৫
-
মোঃওবায় দুল হক ০৪/০২/২০১৫অসাধারন লিখনি!
খুব খুব ভাললাগল আপু,শুভকামনা রইল। -
চিরন্তন ৩১/০১/২০১৫কবিতাটা অদ্ভুত ভাবে সুন্দর।। সত্যি। প'ড়ে বেশ মজাপেলাম।। শুভেচ্ছা রইল ।। 😊
-
হাসান ইমতি ৩০/০১/২০১৫আহা, সবাই যদি এভাবে ভাবতো, বুঝতো বা যে ভাবছে সে যদি আমার পৃথিবীর মানুষ হত বেঁচে থাকাটা আসলেই ঐশ্বরিক হয়ে যেত । ভালোবাসা ।
-
অ ২৯/০১/২০১৫সুন্দর ।
রোমান্টিক ।
শুভেচ্ছা রইল । -
কপিল দেব ২৯/০১/২০১৫ভাল লাগলো ।
-
মুহাম্মদ রুহুল আমীন ২৯/০১/২০১৫অজুহাতের চমৎকার চিত্র ফুটিয়ে তুলেছেন কবিতা
অনেক ভাল লাগল -
আহমাদ মাগফুর ২৯/০১/২০১৫আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক!
সুন্দর! -
সুব্রত দাশ আপন ২৯/০১/২০১৫প্রথম কবিতাটি চমৎকার লিখেছেন। ভালো লাগলো, শুভেচ্ছা আপনাকে। লিখতে থাকুন।
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫ভালো লাগলো.........।
-
আবু সাহেদ সরকার ২৯/০১/২০১৫দারুন অনুভূতির প্রকাশ কবি বন্ধু। তারুণ্যে স্বাগতম। আমার পাতায় আমন্ত্রণ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৯/০১/২০১৫আট নাম্বার লাইনে মে বি কাছে হবে আছে না। আসরে প্রথম লেখা অনেক চমৎকার হয়েছে। আপনাকে তারুণ্যে স্বাগতম। চালিয়ে যান। শুভ কামনা রইলো।
অসাধারন চিত্র ফুটেছে।।
আপু,
সেব→সেভ হবে।।