ঐশ্বরিক হিমা
ঐশ্বরিক হিমা-এর ব্লগ
-
এ জগতে স্থান আমার জ্যান্ত পাথর হিসেবে
নিজের বলে, নিজের দমে করবো কিছু কিসেতে?
সোনার হরিণ সোনার হরিণ, ছুটছি অনেক সাধেতে
সব ফেলে "দে দৌড়" কান নিয়েছে চিলেতে। [বিস্তারিত] -
বালক তোমার এলোমেলো চুল
কি করে থাকি ঠিক হারিয়ে ফেলি কূল।
যা কিছুই করছি, শুধু তোমায় পাওয়ার জন্যে
এক নজর দেখতে তোমায় হয়ে উঠি হন্যে। [বিস্তারিত] -
ভালোবাসাটা না হয় তোলাই থাকলো
তোমার আগমনের প্রতীক্ষার
সমাপ্তির সূচনা লগ্নের জন্য।
ভালোবাসাটা না হয় তোলাই থাকলো [বিস্তারিত] -
যদিও না হয় ভাল তাও সবাই বলে
এতে জ্বলেছে অনেক অনেক আলো
বাস্তবে তা এমন নয় যেমন তুমি বলো
অনেক অনেক কথার মাঝে সত্যটাকে ঢাকো। [বিস্তারিত] -
বস্তা ভরা সস্থা প্রেম চারিদিকে কত
ব্যক্তিগত বেহায়াপনা অসহ্য সব যত
জান, জানু আর ময়না, টিয়া
মনের উঠোন জুরো [বিস্তারিত] -
করেছি যত পাপ
চেওনা তার হিসাব
নিজেকে নিয়ে নিজের কাছে আমি ক্ষিপ্ত
তোমার কাছে হয়েছি আমি অনুতপ্ত। [বিস্তারিত] -
হয়ত আমি ওভার স্মার্ট নামক
কোন অশ্লীল মেয়ে নয়ই বলে
হয়ত আমার রূপের ঝলকে
কেউ পাগল হয় নি বলে [বিস্তারিত] -
তুমি যখন তিনটা ত্রিশের কথা বলে
চারটা পনেরো মিনিটে আসো
তখন খুব সহজেই বুঝতে পারি
তাড়াহুড়ো করতে গিয়েই তোমার দেরি [বিস্তারিত]