জীবনের রং
জীবনের প্রতিটা মূহুর্ত রং পালটাই
কখনও লাল, নীল, সবুজ ...
তো কখনও সাতটি রং মিশে শুভ্র সাদা
তবুও সব রং গায়েব করে এক সময় —
মলিন মূহুর্তগুলো কালো দেখায়।
তবে কেন বিধবারা পড়ে সাদা শাড়ি?
কখনও লাল, নীল, সবুজ ...
তো কখনও সাতটি রং মিশে শুভ্র সাদা
তবুও সব রং গায়েব করে এক সময় —
মলিন মূহুর্তগুলো কালো দেখায়।
তবে কেন বিধবারা পড়ে সাদা শাড়ি?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুরজিৎ সী ১৪/০৬/২০১৪সুন্দর
-
এস,বি, (পিটুল) ১৩/০৬/২০১৪সুন্দর কথার জন্য ধন্যবাদ
-
রিক্তা রিচি কাব্য ১৩/০৬/২০১৪বা্হ বেশ তো!!!
-
আবু সাহেদ সরকার ১৩/০৬/২০১৪দারুন একটি কবিতা পড়লাম। আমার পাতায় আমন্ত্রণ।
-
কবি মোঃ ইকবাল ১৩/০৬/২০১৪অনেক ভালো লাগলো কথাগুলো।