অর্পিতা
অর্পিতা।
কেমন আছো তুমি? খুব ভাবি তোমাকে ।
তোমাকে ভেবে ভেবে ক্লান্ত। অবসন্ন।
কতকাল তোমার চোখে চোখ রেখে
হৃদয় স্পর্শ করি না।
কতকাল, তোমার হাসির শব্দে আঁৎকে
উঠি না আমি।নেশা ভরা, দিশেহারা
কন্ঠে, শুনি না তুমি শব্দটা।
তোমার কালো চুলের সুগন্ধি তেলের সুগন্ধ হুর হুর করে,ঢুকে পড়ে না আমার নাকের ভেতর।
মিথ্যে অজুহাতে জড়িয়ে ধরি না বুকে, বহুকাল।
স্কুল ফেরার পথে, বাবলা বনের লুকানো আত্মা খুঁজে ফেরে তোমাকে।অনেক সময় বয়ে গেছে জানি।
কুঁড়ি বছর।সাত হাজার দুশত ত্রিশ
নির্ঘুম রাত কেটেছে আমার।
ঝপসা চোখে, ঝপসা মুখবয় তোমার।
অর্পিতা।
মনে পড়ে আমাকে।
উদাস দুপুরে।উদাসী হাওয়া এলোমেলো চুল। উদাস মন খুঁজে ফেরে, কিশোরী প্রেম।
ভরা পূর্ণিমায়।ঝলসে যায় পৃথিবীর কলঙ্ক।
বাঁধ ভাঙ্গা স্রোতে ভেসে যাওয়া রাত।
অর্পিতা।
শ্রাবর্ণ মেঘ দেখা হয়।ভিজা হয় বৃষ্টিতে।
আচমকা মধ্য রাতে আমার কথা মনে হলে
ঘুম ভাঙ্গে তোমার? একাকী অন্ধকারে
ভয়ে কেঁপে, নাকের ডগায় ঘাম জমে বিন্দু বিন্দু।
অর্পিতা।
আর কত পথ বাকি।আর কত পথ চলার
পর তুমি।কুঁড়ি বছরে কুঁড়ি হাজার ক্রোশ পথ হেঁটেছি তোমার পেছনে।কৈশোর আভা মাখানো যৌবন থেকে প্রৌঢ় যৌবনে
ছুঁয়ে ছুঁয়ে ছুঁতে পারি না তোমাকে।
কুড়ি বছরে কুৃঁড়ি কোটি বার ডেকেছি, অর্পিতা।
কেমন আছো তুমি? খুব ভাবি তোমাকে ।
তোমাকে ভেবে ভেবে ক্লান্ত। অবসন্ন।
কতকাল তোমার চোখে চোখ রেখে
হৃদয় স্পর্শ করি না।
কতকাল, তোমার হাসির শব্দে আঁৎকে
উঠি না আমি।নেশা ভরা, দিশেহারা
কন্ঠে, শুনি না তুমি শব্দটা।
তোমার কালো চুলের সুগন্ধি তেলের সুগন্ধ হুর হুর করে,ঢুকে পড়ে না আমার নাকের ভেতর।
মিথ্যে অজুহাতে জড়িয়ে ধরি না বুকে, বহুকাল।
স্কুল ফেরার পথে, বাবলা বনের লুকানো আত্মা খুঁজে ফেরে তোমাকে।অনেক সময় বয়ে গেছে জানি।
কুঁড়ি বছর।সাত হাজার দুশত ত্রিশ
নির্ঘুম রাত কেটেছে আমার।
ঝপসা চোখে, ঝপসা মুখবয় তোমার।
অর্পিতা।
মনে পড়ে আমাকে।
উদাস দুপুরে।উদাসী হাওয়া এলোমেলো চুল। উদাস মন খুঁজে ফেরে, কিশোরী প্রেম।
ভরা পূর্ণিমায়।ঝলসে যায় পৃথিবীর কলঙ্ক।
বাঁধ ভাঙ্গা স্রোতে ভেসে যাওয়া রাত।
অর্পিতা।
শ্রাবর্ণ মেঘ দেখা হয়।ভিজা হয় বৃষ্টিতে।
আচমকা মধ্য রাতে আমার কথা মনে হলে
ঘুম ভাঙ্গে তোমার? একাকী অন্ধকারে
ভয়ে কেঁপে, নাকের ডগায় ঘাম জমে বিন্দু বিন্দু।
অর্পিতা।
আর কত পথ বাকি।আর কত পথ চলার
পর তুমি।কুঁড়ি বছরে কুঁড়ি হাজার ক্রোশ পথ হেঁটেছি তোমার পেছনে।কৈশোর আভা মাখানো যৌবন থেকে প্রৌঢ় যৌবনে
ছুঁয়ে ছুঁয়ে ছুঁতে পারি না তোমাকে।
কুড়ি বছরে কুৃঁড়ি কোটি বার ডেকেছি, অর্পিতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৬/১২/২০১৭দারুণ.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০৩/২০১৭ভালোলাগা রইল। বেশ নাটকীয়।