ক্রিমির বিপদ
ক্ষুদ্রান্ত্রের ক্রিমি একটি অস্বস্থিকর বিষয়। এরা রক্ত চুষে নেয় এবং সারা বিশ্বে প্রায় অর্ধ বিলিয়ন মানুষ ক্রিমি জনিত জঠিল সমস্যায় আক্রান্ত। এরা আমাদের দেহে প্রায় প্রতিদিন ৩০ ০০০ ডিম দেয়। এগুলো আমাদের মলের সাথে বের হয়ে ভেজা পরিবেশে নতুন কারো সন্ধানে থাকে। খালিপায়ে চলাফেরা প্রাণী সহযেই এদের দ্বারা আক্রান্ত হয়। যারা ঠিকমত পরিস্কার থাকেননা তাদেরকে এরা অতি সহযে আক্রমণ করে। এদের আক্রমণের চূড়ান্ত অবস্থা হলোঃ অনাকাঙ্খিত পেটের সমস্যা, ডায়েরিয়া অতিশয় ক্লান্ত , এজন কমে যাওয়া ইত্যাদি। এটি অনেক সময় সারা জীবনের জন্য একটি অস্বস্থিকর অবস্থা সৃষ্টি করে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এদের চিকিৎসা ও নিয়ন্ত্রণ করতে না পারলে শারীরীক ক্ষতি ভয়ানক স্টেরয়েড জাতীয় ঔষধ দ্বারা করা হয় এবং না কমলে পেটের অন্ত্র কেটে ফেলা হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।