ব্যাক্তিগত পুষ্টি
উইজামানন ইনস্টিটিউটের গবেষণা মতে, দেহের আকার আকৃতি একরকম হলেও প্রত্যেক প্রাণীর আলাদা পুষ্টি গ্রহণের ক্ষমতা রয়েছ। রোগ প্রতিরোধ গবেষক ড. ইরান এলিনাভ ও কম্পিউটার বিজ্ঞানী ড. ইরান সিগাল ৮০০ সেচ্ছাসেবীদের পরীক্ষা করে দেখেন যে, একই শারীরীক গঠন, উচ্চতা ও মোটামোটি একই বয়সের মানুষের মধ্যে একই পরিমাণ একই খাবার ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে। যেমন কারো ব্লাড সুগার বাড়িয়ে দেয়। অবশ্য কারো ক্ষেত্রে তাদের দেহে বসবাস করা অণুজীব এ খাদ্য হতে তারা কতটুকু শক্তি অর্জন করবে তা নিয়ণ্ত্রণ করে। এতে আরো দেখা যায় প্রিয় খাবার খেলে ওজন নিয়ত্রণে থাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৮/০৪/২০২০ভালো রচনা...
-
কুমারেশ সরদার ২৫/০৪/২০২০গবেষণাধর্মী বচন
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২০এক রাশ মুগ্ধতা ।