করোনা ভাইরাস বা কভিড -১৯ ভাইরাস প্রতিরোধে করণীয়
করোনা ভাইরাস বা কভিড -১৯ ভাইরাস অথবা অন্য যেকোন ভাইরাসের কোন পরিপূর্ণ চিকিৎসা এখনো মানুষের পক্ষে আবিস্কার হয়নি।
তাই বিজ্ঞানীরা ভাইরাস প্রতিরোধের জন্য সর্বদা কাজ করেন।
অবশ্য কিছু কিছু ভাইরাসের টিকা আবিস্কার হয়েছে কিন্তু নতুন কোন টীকা আবিস্কার করার প্রক্রিয়া সময় সাপেক্ষ ও জঠীল।
কিন্তু তাই এসব জীবাণু প্রতিরোধে সাধারণ জনগণকে সামান্য স্বচেতন হতে হবে। কোন প্রাণীর শরীরের বাহিরে এসব জীবাণু এক ঘন্টার বেশী বাচঁতে পারেনা। তাই মাত্র দুটি কাজই, এ জীবাণূ সন্ক্রমণ বন্ধ করে দিতে পারে
১. সর্বদা পরিস্কার ভালো টিসু (নেপকিন) সাথে রাখতে হবে। হাঁচি, কাশির সময় এগুলো ব্যবহার করতে হবে।
২. এ টিসু গুলো ডান্চবিনে ফেলতে হবে ও ডাস্টবিনে মুখ বন্ধ করে সাবান পানি দিয়ে হাত ধোতে হবে অথবা জীবাণু রোধী জেল ব্যবহার করতে হবে। বিনা কারনে হাত দিয়ে নাক ও মুখ স্পর্শ করা যাবেনা।
তাই বিজ্ঞানীরা ভাইরাস প্রতিরোধের জন্য সর্বদা কাজ করেন।
অবশ্য কিছু কিছু ভাইরাসের টিকা আবিস্কার হয়েছে কিন্তু নতুন কোন টীকা আবিস্কার করার প্রক্রিয়া সময় সাপেক্ষ ও জঠীল।
কিন্তু তাই এসব জীবাণু প্রতিরোধে সাধারণ জনগণকে সামান্য স্বচেতন হতে হবে। কোন প্রাণীর শরীরের বাহিরে এসব জীবাণু এক ঘন্টার বেশী বাচঁতে পারেনা। তাই মাত্র দুটি কাজই, এ জীবাণূ সন্ক্রমণ বন্ধ করে দিতে পারে
১. সর্বদা পরিস্কার ভালো টিসু (নেপকিন) সাথে রাখতে হবে। হাঁচি, কাশির সময় এগুলো ব্যবহার করতে হবে।
২. এ টিসু গুলো ডান্চবিনে ফেলতে হবে ও ডাস্টবিনে মুখ বন্ধ করে সাবান পানি দিয়ে হাত ধোতে হবে অথবা জীবাণু রোধী জেল ব্যবহার করতে হবে। বিনা কারনে হাত দিয়ে নাক ও মুখ স্পর্শ করা যাবেনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমরাবতী বসু ৩১/০৩/২০২০বেশ
-
মো.রিদওয়ান আল হাসান ১৪/০২/২০২০প্রয়োজনীয় লিখা
-
সেলিম রেজা সাগর ১৩/০২/২০২০দারুণ
-
ফয়জুল মহী ১৩/০২/২০২০Good post
-
আলমগীর সরকার লিটন ১৩/০২/২০২০ভাল লেখেছেন
-
শাহীন রহমান (রুদ্র) ১২/০২/২০২০আমাদের সবাইকে সচেতন হতে হবে।