তথ্য পুযুক্তি ও অনলাইন
বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত- সমালোচিত বিষয় হচ্ছে তথ্য পুযুক্তি ও অনলাইন। তথ্য পুযুক্তি, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম এর যুগান্তকারী অগ্রগতির ফলে, দুনিয়া গ্লোবাল ভিলেজ হতে গ্লোবাল পাল্ম বা হাতের তালুতে চলে এসেছে। কম্পিউটার, মোবাইল, টেবলেট এর উন্নতির ফলে শিক্ষা, প্রযোক্তি, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে অসম্ভব সাফল্য এসেছে। তাই মানুষ আজ এ উম্মুক্ত প্রতিযৌগীতায় সদা মত্ত। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সকলেই অনলাইনে ব্যস্ত। এ অসুভ প্রতিযোগীতায় যোগ হচ্ছে 4G, 5G এর মত দ্রুত গতির ইন্টানেট। তথ্য পুযুক্তি ও অনলাইন দুনিয়াতে ও এ দুনিয়ার মত সবই চলে। জ্ঞান বিজ্ঞান চর্চা, চুরি, ছিনতাই হতে শুরু করে নির্যাতন সহ সবই। আজ তথ্য পুযুক্তি ও অনলাইন নিয়ে বিশ্লেষণ হচ্ছে সারা বিশ্বে। অনেকেই এর বিরোধীতা করে এও বলছেন," তথ্য পুযুক্তি ও অনলাইন জীবন কোন জীবনই নয়।" তাই সমাজ সভ্যতার ভারসাম্য রক্ষায় এর লাগাম এখনই টেনে ধরা প্রয়োজন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৭/০১/২০২০সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০১/২০২০wise post.
-
ফয়জুল মহী ১৯/০১/২০২০Good post