প্রবাসী ১ ২
কলেজের টিউশন ফি, বেশীরভাগই দেশে দিয়ে আসতে হয়েছে। বাকী সামান্য টাকা বাকি। কিন্তু বিভিন্ন ধরনের ফি এর চাপ সবসময়ই দেয়া হয়। কত ধরনের যে ফি আছে বিদেশী ছাত্রদের। আমার কাছে কোন টাকা নেই, বড়ই চিন্তায় আছি। একদিন দেখলাম এক ঘানার ছাত্রের কাছেও এভাবে টাকা চাওয়া হচ্ছে। ক্লাসে যাওয়ার পর জিজ্ঞেস করলাম, সে কবে টাকা দেবে। বলল, সে টাকা দেবেনা, টাকা নেই। তার দেখলাম কোন চিন্তাই নেই। আমার সব চিন্তা দূর হলো। আমার টাকা নেই কি করব। পরে কোর্স শেষে, হলিডে তে কাজ করলাম। কিছু টাকা হাতে আসল এবং এম বি এ তে ভর্তির জন্য এ সার্টিফিকেট দরকার। তাই পুরো টাকা দিতে হলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।