মা
ঘুমিয়ে আছে মেয়ে, ঘুমিয়ে আছে মা,
হাতের ওপর মাথা রেখে,পায়ের ওপর পা।
বাহ! দেখতে অনেক বাহ!
দুষ্ট মেয়ে, ঘুমিয়ে থাক, আছে তোষক, কাথাঁ,
মা এখন গেসলে যাব, কোথায় তোমার পিতা?
মেয়ে দেখো মায়ের কোলে, কষ্ট যে নেই কারো মুখে,
মেয়ে নিয়ে মায়ের আছে কত কল্পনা!
সারা জগৎ খুঁজে দেখ, মুক্তো মানিক সবই যাছ,
মেয়ে ছাড়ব না।
মা আমি মা; আমারা হাতে , আমার মেয়ে,
ঘুমিয়ে থাক, মা!
হাতের ওপর মাথা রেখে,পায়ের ওপর পা।
বাহ! দেখতে অনেক বাহ!
দুষ্ট মেয়ে, ঘুমিয়ে থাক, আছে তোষক, কাথাঁ,
মা এখন গেসলে যাব, কোথায় তোমার পিতা?
মেয়ে দেখো মায়ের কোলে, কষ্ট যে নেই কারো মুখে,
মেয়ে নিয়ে মায়ের আছে কত কল্পনা!
সারা জগৎ খুঁজে দেখ, মুক্তো মানিক সবই যাছ,
মেয়ে ছাড়ব না।
মা আমি মা; আমারা হাতে , আমার মেয়ে,
ঘুমিয়ে থাক, মা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২১/১১/২০১৮সুন্দর কবিতা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/১১/২০১৮ভাল লাগলো
-
মনিরুজ্জামান/জীবন ১৪/১১/২০১৮অসাধারণ ভাবপ্রবণ মায়ের কবিতায়।
-
পি পি আলী আকবর ১৪/১১/২০১৮দারুণ
-
জে.এন. হৃদয় (পাগল-মানব) ১২/১১/২০১৮ভাল লাগল।
-
তাবেরী ১২/১১/২০১৮অসাধারণ অনুভতি মায়ের প্রতি।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১২/১১/২০১৮মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন।
বেশ হয়েছে।