চোরাবালি
জীবন একটি অতি সাধারণ বিষয়, কিন্তু মানুষ দিন দিন একে কেন জানি জঠিল করে দিচ্ছে। ক্রমবর্ধমান বিজ্ঞানের অগ্রগতি, সামাজিক পরিবর্তন মানুষকে যন্ত্রে পরিণত করছে, সন্দেহ নেই। প্রকৃতিক নৈসর্গ্ব, অকৃত্রিম ভালোবাসা হারাচ্ছে মানুষ। ন্যায় নীতি আজ শুধু মুখের বুলি। এভাবে অভিনয় আর কতদিন চলবে কেউ জানেনা। মানুষ নামের অদ্ভু্ৎ জীব যেন আজ সবচেয়ে হিংস্র, সবচেয়ে জঠিল। আর মনে হয় এ পৃথিবী নেই। এই কয়দিন আরকি!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৩/০৭/২০২৩বেশ ভালো অভিজ্ঞতা