আলো
যে টিপ টিপ জ্বলছে, নিভতে দিওনা তারে।
যে জন আশায় বুক বাঁধে, হারতে দিওনা পরে।
আঘাত করোনা তারে, বারে বারে,
যে খোঁজে, আজো পানে চেয়ে আছে প্রতিক্ষণে।
যে পথ দেখায়, হারতে যানেনা হাজারো পথে।
নব সৃষ্টিতে, জেগে ওঠে, শুভ্র শীতল পরশে।
দমকা হাওয়া পারেনা তারে, সব অশান্ত করে।
বাঁকা ধনুকের তীর ডরেনা যে হ্রদ, বুক পেতে থাকে।
মরনের পরওয়া নেই, জেগে থাকে, আপণ ছকে।
ভয় নেই, হতাশা নেই, নিজে জ্বলে সৃষ্টির তরে।
যেন বেচেঁ থাকে অহরহ, অনন্ত অনন্দের পরে।
প্রতিনিয়ত যেন আবিস্কার, নব জীবনের পরে।
জয় নিয়ে আসে শকুন শালিকের মত স্বর্প হরে।
যে জন আশায় বুক বাঁধে, হারতে দিওনা পরে।
আঘাত করোনা তারে, বারে বারে,
যে খোঁজে, আজো পানে চেয়ে আছে প্রতিক্ষণে।
যে পথ দেখায়, হারতে যানেনা হাজারো পথে।
নব সৃষ্টিতে, জেগে ওঠে, শুভ্র শীতল পরশে।
দমকা হাওয়া পারেনা তারে, সব অশান্ত করে।
বাঁকা ধনুকের তীর ডরেনা যে হ্রদ, বুক পেতে থাকে।
মরনের পরওয়া নেই, জেগে থাকে, আপণ ছকে।
ভয় নেই, হতাশা নেই, নিজে জ্বলে সৃষ্টির তরে।
যেন বেচেঁ থাকে অহরহ, অনন্ত অনন্দের পরে।
প্রতিনিয়ত যেন আবিস্কার, নব জীবনের পরে।
জয় নিয়ে আসে শকুন শালিকের মত স্বর্প হরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৯/০৯/২০১৮
-
ডঃ নাসিদুল ইসলাম ০৮/০৯/২০১৮খুবভালো
-
শ.ম. শহীদ ০৮/০৯/২০১৮অসাধারণ।
-
সাঁঝের তারা ০৮/০৯/২০১৮সুন্দর
-
অলি শর্ম্মা ০৮/০৯/২০১৮Valo laglo
ধন্যবাদ অশেষ।