ক্যান্সার চিকিৎসা
দুর্ভাগ্যের বিষয় অর্ধশতাব্দি আগে থেকে ক্যান্সার চিকিৎসা শুরু হলেও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত বিন্যাস হয়নি। প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, রোগ নির্ণয়সহ চিকিৎসাসেবায় আধুনিক যন্ত্রপাতির সংকট, বাজারে মানসম্মত ওষুধ সহজলভ্য না হওয়া, পর্যাপ্ত শয্যা ও চিকিৎসা কেন্দ্রের স্বল্পতাসহ বিভিন্ন সংকটের কারণে ক্যান্সার রোগিরা যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যাদের সামর্থ্য আছে তারা আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে উন্নত চিকিৎসা নিচ্ছেন। অনেকে দীর্ঘমেয়াদে ব্যয়বহুল এ রোগের চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন। অর্থাভাবে একপর্যায়ে তাদের চিকিৎসাও থেমে যায়। চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে এ দেশে বছরে প্রায় ৭০ থেকে ৭৫ হাজার রোগির মৃত্যু হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৭/০২/২০১৮এবিষয়ে কর্তাব্যক্তিদের সুনজর থাকলে সমস্যাটা অনেকাংশে কমে যেত।