www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রোবট নাগরিক

সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া যা তা কথা না, বিভিন্ন নিয়মের বেড়াজাল টপকে খুব সহজেই এক রোবটকে নাগরিকত্ব দিয়ে আলোচনার কেন্দ্রে সৌদি সরকার।

নাগরিকত্ব প্রাপ্ত ওই রোবটের নাম সোফিয়া দ্য হিউম্যানয়েড। বিশ্বে প্রথমবারের মতো ঘটলো এ ঘটনা।

মার্কিন অভিনেত্রী অড্রে হেপবার্নের মত দেখতে ওই রোবট তার নাগরিকত্বের বিষয়ে লাইভ শো’তে সাক্ষাতকার দিয়েছে।

সে বলেছে, পৃথিবীর প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পেয়ে সে অত্যন্ত গর্বিত। সৌদি সরকারকে ধন্যবাদও জানিয়েছে সে।



সোফিয়া বলেছে, আমি মানুষের মধ্যে থেকে কাজকর্ম করতে চাই। মানুষকে বুঝতে ও বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চাই। মানুষের জীবনযাত্রার উন্নয়নে আমি আমার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাতে চাই।

সোফিয়া নামের এই রোবটটির নির্মাতা হংকংয়ের সংস্থা হ্যানসন রোবোটিক্স। মানুষের মতই যাবতীয় হাবভাব তার। এমনকী রেগে তাকাতে পারে, চাইতে পারে হাসিমুখেও।

রোবটকে নাগরিকত্ব দেওয়া নিয়ে সামাজিক মাধ্যম ও টেক দুনিয়া আলোচন-সমালোচনা চলছে বেশ।-চ্যানেল আই
বিষয়শ্রেণী: তথ্যপ্রযুক্তি
ব্লগটি ১৫৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast