www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোচিং

কোচিং নিয়ে এতো লেখালেখি, সমালোচনা কোনওকিছুই যেন শিক্ষার চেয়ে বাণিজ্যপ্রিয় শিক্ষকদের গায়ে লাগে না। শিক্ষামন্ত্রীর বারবার হুমকি-ধমকিতেও তাদের টনক নড়ছে না। তবে দুদক বা র‌্যাব যদি কোচিংসেন্টার ও বাণিজ্যপ্রিয় শিক্ষকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তা হলে বোঝা যেতে পারে কোচিংমুখো শিক্ষকদের মুরোদ কতদূর। পরিস্থিতির যেভাবে অবনতি ঘটছে তাতে লজ্জা-শরমের মাথা খেয়ে হয়তো সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধেও দুদক এবং র‌্যাবকে অভিযান পরিচালনা করতে হতে পারে। এছাড়া কোচিংয়ের দাপট রোখা দুরূহ হয়ে পড়বে। উল্লেখ্য, ভালো শিক্ষার জন্য এখন কোচিংই মুখ্য। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সহায়ক মাত্র। তাই কোচিং ছাড়া ভালো শিক্ষা এখন নাকি আশা করাই যায় না। কোচিংসেন্টার থেকে হোমওয়ার্ক দেয়া হয়। নিয়মিত পরীক্ষাও নেয়া হয়ে থাকে। কাজেই স্কুল-কলেজ গিয়ে লাভ কী? কোচিং করলেই হয়। নিতান্ত বোর্ডপরীক্ষায় অংশগ্রহণের জন্যই শিক্ষাপ্রতিষ্ঠান তথা স্কুল-কলেজে হাজিরা দিতে হয়। অন্যথায় ওসবের দরকারই ছিল না।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৭৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast