www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ইলিশ রক্ষায়

ইলিশ রক্ষায় আজ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চাঁদপুরসহ দেশের ৫টি প্রজনন কেন্দ্রে মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবী, লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার, বরিশাল জেলার মৌলভীচর, মনপুরা, ঢালচর নদী এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২২দিনের জন্য এ এসব এলাকায় মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণরুপে নিষিদ্ধ।

এ কর্মসূচি বাস্তবায়নে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুরসহ অন্যান্য জেলার টাস্কফোর্স ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এলাকায়-এলাকায় চলছে মাইকিং এবং পোস্টারিং।

এই নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরার নৌকাগুলোকে জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ, বরফ কল মালিকদের মিল বন্ধ রাখাসহ বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে।

কেউ এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসন।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast