বিজ্ঞানের অগ্রগতি ও হুমকি
আজ দু'টি রিপোর্ট পড়লাম বিবিসি বাংলাতে। একটি জাপানের সিলিকন সাথী এ অন্যটি ভারতের টেস্টটিউব বেবি নিয়ে। অতি আশ্চর্যের বিষয় এই যে, পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকতেও যে মানুষের অস্থিত্ব হুমকির সম্মুখীন তা সহজেই আমার মনে হল। জীব বিজ্ঞানের ছাত্র হিসেবে জানি, মানুষের জন্যই আজ বিশ্ব পরিবেশ অতি ঝুকিতে। সকল স্থলজ, জলজ জীব নিঃশ্বেষ হয়ে যাচ্ছে। আর জাপানের সিলিকন সাথী যেভাবে দ্রুত ছড়াচ্ছে তাতে আমার মনে হয় মানুষের অবস্থান আর বেশী দিন নয় তার ওপর আছে বিভিন্ন প্রতিকূল অবস্থা যেমন, রোগ জীবাণু, পরিবেশ দূষণ, অস্ত্র ও রাসায়নিক দ্রব্রের ব্যবহার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ১১/০৭/২০১৭অসাধারন