দুঃখ সব উবে যাক
ঈদ হয়ে উঠুক আনন্দঘন। অন্তত পবিত্র এই খুশির দিনে হিংসাবিদ্বেষ যাতে কারুর মনে স্থান না পায়। সম্প্রীতি আর সৌহার্দে যেন সবার মন ভরে থাকে। আশপাশের গরিব-দুঃখী মানুষও যাতে ঈদে বেদনাভারাক্রান্ত না থাকেন সেদিকে সামর্থবানদের নজর রাখতে হবে। ঈদের আগেই সাদকাতুল ফিতর গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেবার নিয়ম। এবার সরকার কর্তৃক নির্ধারিত জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা করা হয়েছে। তবে ইচ্ছে করলে সামর্থবানরা কিসমিস, খেজুর, খুরমা বা পনিরের দামেও ফিতরা আদায় করতে পারেন। এতে গরিব মানুষ বেশি উপকৃত হবেন নিঃসন্দেহে। ঈদশেষে সবাই আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে আসুন সহিসালামতে এই কামনা রইলো। শুভ হোক সবার ঈদযাত্রা এবং অনাবিল হয়ে উঠুক ঈদের আনন্দ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৬/২০১৭
ঈদ মোবারক।