রক্তিমা ১
মেয়েটি বড় হচ্ছিল এমন পরিবেশে, যেখানে বড়োরা সর্বশ্রেষ্ট শিক্ষক। বিশেষ করে মুরব্বি মহিলারা, তাদের বিভিন্ন ধরনের আদেশ, উপদেশ সব সময়ই শুনাতেন। যেমন- সবার সাথে মিলে মিশে চলতে হবে। সবার কথা শুনতে হবে। ঘরের সকল কাজ কর্ম , সামাজিকতা শিখতে হবে,... ইত্যাদি। কিন্তু ছেলেদের জন্য মাত্র একটি উপদেশ ছিল, মানুষের মত মানুষ হতে হব, যাতে কেউ মন্দ বলতে না পারে। যদিও এ উপদেশের ভার অনেক বেশী, তবুও এটি ছিল একটি কথার কথা। ছেলেরা মনে হয়, পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত এটি বুঝতনা। ছেলেরা যা অনায়াসে একসময় অবজ্ঞা করে, নিজের স্বাধীনতা ছিনিয়ে নেয়, মেয়েরা কিন্তু তা আর পারেনা। চরিত্রগুলো শুধু বদলায়। পিতার বাড়ী আর অন্য বাড়ী এই যা পার্থক্য।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সফিউল হক ১৪/০৫/২০১৭বাহ্
-
মধু মঙ্গল সিনহা ০৮/০৫/২০১৭খুব বাস্তব লেখা।ধন্যবাদ।
-
শাহারিয়ার ইমন ০৭/০৫/২০১৭বাস্তব কথা
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ০৪/০৫/২০১৭এটাই বাস্তবতা