আন্দোলনের বিকল্প
স্বাধীনতার চেতনা হলো গণতন্ত্র, মৌলিক অধিকার এবং ভোটের অধিকার।এই অধিকার আদায়ের জন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের কোন বিকল্প নেই।আগামীতে জোরদার আন্দোলন করার জন্য মানবতাবাদীদের হাতকে শক্তিশালী করতে সকলের কাজ করা অপরিহার্য। আজ সরকার ও র্র্যবের কাজ মানবতার জন্য প্রধান হুমকি। দেশে খুন-গুম-অপহরণ চলছে। এই খুন-গুমে সরকার দলীয় লোকজন জড়িত। দুর্নীতিপরায়ণ, স্বেচ্ছাচারী ও পুলিশ নির্ভর সরকার ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নেতা-কর্মীদের বিনা বিচারে আটক, গ্রেফতারের পর বিভিন্ন মামলা, রিমান্ডের নামে বিভৎস নির্যাতন, তল্লাশির নামে বাড়ি-ঘরে ভাঙচুর অব্যাহত রেখেছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ১০/০৪/২০১৭সুন্দর লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৪/২০১৭আগাছা পরিষ্কার করাটা রাষ্ট্রের দায়িত্ব। আর এটি গণতন্ত্রের অপূর্ব নিদর্শন।
-
কামরুজ্জামান সাদ ০৮/০৪/২০১৭গবেষণাধর্মী লেখা
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৮/০৪/২০১৭আহ! কি বীভৎস চিত্র এই দেশের।
কেউ যেন নেই দেখার এসব.......