www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অবহেলিত বাংলা ভাষা

বাংলা আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা হলেও এর প্রতি আমাদের নানা অবহেলা আর উপেক্ষা বিদ্যমান। বিশেষত বাংলাভাষার ব্যবহার ও চর্চায় আমাদের ঔদাসীন্য খুবই দুঃখজনক। ফলে এর ব্যবহার ও চর্চায় সর্বত্র বিশৃঙ্খল অবস্থা বিরাজমান। সাইনবোর্ড, নামফলক প্রভৃতির যেগুলোতে বাংলা ব্যবহার করা হয় তার ভুল যে কত বড় মারাত্মক ও বিভ্রান্তিকর তা চিন্তা করলে দুঃখ এবং মর্মবেদনার অবধি থাকে না। শুধু সাইনবোর্ড বা নামফলকের কথাইবা বলি কেন। অনেক বড় বড় লেখকের বিখ্যাত বিখ্যাত বইপুস্তকেও বাংলা বানান ও ভাষাগত ত্রুটি-বিচ্যুতি ভাষাপ্রেমিকদের ব্যথিত এবং মর্মাহত করে অহরহ। শুধু এদেশের বাংলাভাষায় প্রকাশিত পত্রিকাগুলোর বানানপদ্ধতি ও ভাষার ভুল ব্যবহার নিয়ে আলোচনা করলে বড় বড় গ্রন্থ রচনার প্রয়োজন হয়ে পড়বে। শুধু কি তাই? সরকারি ব্যবস্থাপনায় পাঠ্যপুস্তকেও বহু ভুল চালু আছে, যেগুলো শুধরানো অতীব জরুরি। বিশেষত পাঠ্যপুস্তকে বাংলাভাষার ভুল ব্যবহার তরুণ শিক্ষার্থীদের মারাত্মকভাবে বিভ্রান্ত করে তোলে। বাংলাভাষার ব্যবহার ও চর্চার ক্ষেত্রে শৃঙ্খলা আনতে না পারলে মাতৃভাষা নিয়ে আমাদের যে গৌরব এখনও বিদ্যমান তা অনেকটা অসার হয়ে পড়বে অদূর ভবিষ্যতে। এ ব্যাপারে বাংলা একাডেমি, শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্টদের জরুরি পদপেক্ষ নেয়া প্রয়োজন
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৭৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যাদব চৌধুুরী ০২/০৪/২০১৭
    "মোদের কৃষ্টি মোদের আশা / আ মরি বাংলা ভাষা" - কবির অহঙ্কার তাঁর ভাষা, ভাষা মানুষের পরিচয় l একটি জাতি পরাধীন অবস্থাতেও যতক্ষণ তার ভাষাকে বাঁচিয়ে রাখে, ততক্ষণ সেই জাতির স্বাধীন হবার আশা বেঁচে থাকে l সেই ভাষার শুদ্ধতা ও পবিত্রতা রক্ষা করার দায়িত্ব এই ভাষা ব্যবহারকারী প্রত্যেকের l বাংলা ভাষার অস্তিত্ব ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ও তার মানুষজন যে উদাহরণ রেখেছেন, বিশ্ববাসী চিরকাল তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে l সেই বাংলা ভাষা, যা আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা - নানা ক্ষেত্রে তার অশুদ্ধ ব্যবহার "অবহেলিত বাংলা ভাষা" লেখককে স্বাভাবিক ভাবেই ব্যথিত করেছে l তিনি সঠিকভাবেই কোন কোন ক্ষেত্রে ভাষার এই অপব্যবহার চলছে, এবং কি তার পরিণতি হতে পারে তার নির্দেশ করেছেন l লেখককে ধন্যবাদ এরকম একটি সময়োপযোগী বিষয় আলোচনায় আনার জন্য l ভাষাশিক্ষা ও তার চর্চা বিষয়টি এমনই যে এক্ষেত্রে একটি ভুল প্রয়োগ পরবর্তীতে চক্রবৃদ্ধি হারে বহু বহু ভুলের জন্ম দেয় l ফলে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ভবিষ্যৎ প্রজন্মকে এই কুপ্রভাব থেকে রক্ষা করবার জন্য একটা জনচেতনা সৃষ্টি করতে হবে এবং নানা ক্ষেত্রে বাংলা ভাষার ভুল ব্যবহার রোধ করার জন্য জন আন্দোলন সংগঠিত করতে হবে l
  • বিদেশী সংস্কৃতি চর্চার ফলে
    ভাষা ও সংস্কৃতি দু'টোই
    অবহেলিত হচ্ছে।

    যেন কেউ নেই এটা দেখার!! এভাবেই রসাতরে যাবে দেশ, ভাষা ও সংস্কৃতি।।।
  • হাম ঠিক বলেছেন।।
  • সবার আগে আমাদের ভাষাপ্রেম প্রয়োজন।
 
Quantcast