অরক্ষিত দেশীয় সংস্কৃতি
মুক্ত আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতি বর্তমানে অবহেলিতই বলবো। আমাদের ইলেকট্রনিক মিডিয়ার বলিষ্ঠ ও মানসম্মত অনুষ্ঠান যেন এখন আর খুঁজে পাওয়া ভার। বাংলার আদর্শ গৃহিণীরা অবসরে দিনভর তাই প্রতিবেশী চ্যানেলে ডুবে থাকেন। এক্ষেত্রে আমাদের সংস্কৃতির মারাত্মক ক্ষতির সম্মুখীন। বাংলা ও বাঙালিদের নিজস্ব সংস্কৃতির দৈন্যদশা প্রমাণ করে। আমরা নিজেদের সংস্কৃতিকে আর হারাতে চাই না। আমাদের সংস্কৃতি ও স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলুক তা চাই না, যেমনই আছি, যেমনই থাকি, নিজস্ব সংস্কৃতি নিয়েই বড় হতে চাই। তাতেই হবে আমাদের মুক্তি, তাতেই আসবে আমাদের শান্তি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সফিউল হক ১৩/০২/২০১৭গভীরভাবে ভাবতে হবে
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১২/০২/২০১৭দেশীয় সংস্কৃতির প্রতি টান দেখে বোঝা যায় সেই দেশের মানুষ দেশকে কতটা ভালবাসতে জানে, আর যারা এসব ভূলে অপসংস্কুতিতে লিপ্ত হয়- দেশের প্রতি তাদের ভালবাসা নেই বলে বোঝা যায়!!!!