বাতাসে বিষাক্ত গন্ধ পানিতে বিষ
রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কাতরার চক এলাকার বিভিন্ন ডাইংয়ের দূষিত পানি অবৈধ ভাবে জমিতে ফেলার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে কৃষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ওই এলাকার মিতা ডাইং, ফুজি ডাইং, বিসমিল্লাহ ডাইং, পরাগ ডাইং, বিশাল ডাইং কারখানার ইউটিপি প্লান নেই বলে জানা গেছে। কারখানাগুলো গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কের পাশে পড়েছে। এছাড়া এসব কারখানার দূষিত পানি শুদ্ধ করে ফেলার কথা থাকলেও তারা দূষিত পানি ফসলি জমিতে ফেলাচ্ছে। এতে করে ওই এলাকার প্রায় ১শ একর ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। শুধু ফসলি জমি নয় পুকুরের মাছও মরে যাচ্ছে। পচা, দুর্গন্ধযুক্ত পানির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু, কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও। প্রতিবাদ করেও কোন ফল পাচ্ছেননা স্থানীয় কৃষক ও মৎস্য চাষীরা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/০২/২০১৭
বাঙালি হারিয়েছে- গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু আর মুক্ত বাতাস।