এক মুসলমানের উপর অপর মুসলমানের হক্ব
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) এরশাদ করেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক্ব রয়েছে। আরজ করা হলো, ইয়া রাসুলাল্লাহ্ (সা.)! সেই হক্বগুলো কি কি? তিনি বললেনঃ (১) সাক্ষাতকালে এক মুসলমান অপর মুসলমানকে সালাম করবে। (২) খাওয়ার জন্য দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে। (৩) তোমার কাছে হিত কামনা করলে বিনিময়ে তার হিত কামনা করবে। (৪) তোমার উপস্থিতিতে কোন মুসলমান হাঁচি দিলে তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ্’ বলবে। (৫) কোন মুসলমান অসুস্থ হয়ে পড়লে তার রোগ সম্পর্কে খোঁজ-খবর করবে। (৬) কোন মুসলমান মারা গেলে তার জানাযায় অংশগ্রহণ করবে। (তিরমিযী, হায়াতুল মুসলিমীন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।