শিশু নির্যাতন ২
বৃদ্ধাশ্রম আর মাতা পিতার অধিকার নিয়ে আজ মিডিয়া অনেক সরগরম হলেও শিশু অধিকার নিয়ে এরকম নয়। যে চারাকে জন্মের পর হতেই ভালোভাবে লা
লন পালন করা হয়না, তা থেকে ভাল ফলও আশা করা যায়না; যদিও কিছু ব্যাতিক্রম আছে। আজ এখানে বর্তমান শিশু নির্যাতনের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করবঃ
ইউনিসেফ তথ্য অনুযায়ী বাংলাদেশে ২৬ মিলিয়ন শিশু জাতীয় দরিদ্রসীমার নীচে বাস করে।গড়ে ৭ জনের ৪ জনই বিশুদ্ধ পানি,পুষ্টিকর খাবার, শিক্ষা , চিকৎসা, শিক্ষা,সঠিক তথ্য, আশ্রয় পায়না।
বাংলাদেশ শিশু বিবাহের জন্য অতি ঝুকিপূর্ণ। ৬৬ % মেয়েদের ১৮ হওয়ার আগেই বিয়ে দেয়া হয়।
১৩% শিশু ঝুকিপূর্ণ শ্রমিক; যারা কোন শিক্ষা দিক্ষা পায়না। তারা সব ধরনের নির্যাতনের সীকার।
বাংলাদেশের জন্ম নিবন্ধন বিশ্বের সর্বনিম্ন তালিকার কাছাকাছি। যা শিশুকে বিভিন্ন যৌন নির্যাতন, পাচার, বাল্য বিবাহ ও শিশু শ্রমে ব্যবহারের খুবই সহায়ক।
https://www.unicef.org/bangladesh/overview_4841.html
লন পালন করা হয়না, তা থেকে ভাল ফলও আশা করা যায়না; যদিও কিছু ব্যাতিক্রম আছে। আজ এখানে বর্তমান শিশু নির্যাতনের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করবঃ
ইউনিসেফ তথ্য অনুযায়ী বাংলাদেশে ২৬ মিলিয়ন শিশু জাতীয় দরিদ্রসীমার নীচে বাস করে।গড়ে ৭ জনের ৪ জনই বিশুদ্ধ পানি,পুষ্টিকর খাবার, শিক্ষা , চিকৎসা, শিক্ষা,সঠিক তথ্য, আশ্রয় পায়না।
বাংলাদেশ শিশু বিবাহের জন্য অতি ঝুকিপূর্ণ। ৬৬ % মেয়েদের ১৮ হওয়ার আগেই বিয়ে দেয়া হয়।
১৩% শিশু ঝুকিপূর্ণ শ্রমিক; যারা কোন শিক্ষা দিক্ষা পায়না। তারা সব ধরনের নির্যাতনের সীকার।
বাংলাদেশের জন্ম নিবন্ধন বিশ্বের সর্বনিম্ন তালিকার কাছাকাছি। যা শিশুকে বিভিন্ন যৌন নির্যাতন, পাচার, বাল্য বিবাহ ও শিশু শ্রমে ব্যবহারের খুবই সহায়ক।
https://www.unicef.org/bangladesh/overview_4841.html
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনায়েম খান নিজাম ১৫/১২/২০১৬শিশুদের ভালোবাসুন- এই হোক সময়ের স্লোগান।
-
সোলাইমান ১৫/১২/২০১৬এটা কোন জাতি আসা করে না।যারা করে তারা মানুষ না।
-
দীপঙ্কর বেরা ১৫/১২/২০১৬বাস্তবিক