শিশু নির্যাতন
শিশু নির্যাতন কি?
চার ধরনের প্রধান শিশু নির্যাতন রয়েছে:
শারীরিক নির্যাতন
পিতা মাতা বা অন্য কেউ যদি শিশুকে আঘাত বা আহত করে। লাথি, আঘাত, চিমিট, চড় ইত্যাদি। এটি বেদনাদায়ক, কাটা, দাগ, হাড় ভাঙা কিংবা মৃত্যুও হতে পারে।
মানসিক নির্যাতনঃ
তুচ্চ তাচ্ছিল্ল, বিদ্রুপ, শাস্তি ও ভয় প্রদান, ভালবাসা না দেয়া ও খেয়াল না রাখা মানসিক নির্যাতনের অন্তভুক্ত। এসবকিছু একটি শিশুকে ছোট মনে করে করা হয় যা তার আত্নবিশ্বাস নষ্ট করে।
অবহেলা
শিশুর জন্মগত অধিকারের ব্যাপারে যেমনঃ খাদ্য আরামদায়ক পরিকবেশ চিকি্ৎসা যদি তার পিতা মাতা বা যত্নকারী না করেন।
যৌন নির্যাতন
এটি মূলত যখন শিশুর ইচ্ছার বিরুদ্ধে বা বাধ্য করেন কোন কথা কর্ম করেন যার সাথে যৌনতা জড়িত। স্পর্শ, চুম্বন ও এখানে অন্তুর্ভক্ত যদি শিশু অস্বস্থি বোধ করে।
চার ধরনের প্রধান শিশু নির্যাতন রয়েছে:
শারীরিক নির্যাতন
পিতা মাতা বা অন্য কেউ যদি শিশুকে আঘাত বা আহত করে। লাথি, আঘাত, চিমিট, চড় ইত্যাদি। এটি বেদনাদায়ক, কাটা, দাগ, হাড় ভাঙা কিংবা মৃত্যুও হতে পারে।
মানসিক নির্যাতনঃ
তুচ্চ তাচ্ছিল্ল, বিদ্রুপ, শাস্তি ও ভয় প্রদান, ভালবাসা না দেয়া ও খেয়াল না রাখা মানসিক নির্যাতনের অন্তভুক্ত। এসবকিছু একটি শিশুকে ছোট মনে করে করা হয় যা তার আত্নবিশ্বাস নষ্ট করে।
অবহেলা
শিশুর জন্মগত অধিকারের ব্যাপারে যেমনঃ খাদ্য আরামদায়ক পরিকবেশ চিকি্ৎসা যদি তার পিতা মাতা বা যত্নকারী না করেন।
যৌন নির্যাতন
এটি মূলত যখন শিশুর ইচ্ছার বিরুদ্ধে বা বাধ্য করেন কোন কথা কর্ম করেন যার সাথে যৌনতা জড়িত। স্পর্শ, চুম্বন ও এখানে অন্তুর্ভক্ত যদি শিশু অস্বস্থি বোধ করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৪/১২/২০১৬বেশ জানলাম কবি। চমৎকার কথামালায় সুন্দর ছন্দে দারুণ লিখেছেন প্রিয় কবি। ভাল লিখুন ভাল থাকুন।
-
মোনালিসা ১৪/১২/২০১৬আজই জানলাম
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/১২/২০১৬সকলের জানা দরকার।
-
মানসূর আহমাদ ১৪/১২/২০১৬ভালো লাগলো। শুভেচ্ছা!