শিশুর যত্ন
শিশুদের যে ১২টি সাধারণ শিশু বান্দব যত্ন আবশ্যক
১. গর্ভবতী মায়েদের সঠিক পরীক্ষা-নীরিক্ষা , চিকিৎসা ও প্রসব সেবা নিশ্চত করা (প্রসব সেবা ও ঝুকি মোকাবেলায় প্রস্তুত থাকা)।
২. সর্বোচ্চ যত্ন নেয়া।
৩. নিরাপদ ও যথাসম্ভব পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখা।
৪. স্বাস্থ্যসম্মত যথাসম্ভব পুস্টিকর খাদ্য ও মাতৃদুগ্ধ খাওয়ানো।
৫. তাদের বুঝা, রক্ষা করা, ঝুকি Abuse বিষয়ে সতর্ক থাকা।
৬. তাদের অসুবিধা চিহ্নিত করা ও চিকি্ৎসা করানো।
৭. শিশু সেবার জন্য পশিক্ষণ নেয়া ও প্রশিক্ষিত বিশ্বস্থ লোক ছাড়া দায়িত্ব না দেয়া।
৮. শিশুর বিষয়ে সব আলোচনা ও সিদ্ধান্তে শিশুকে জানানো,অংশগ্রহনের ব্যবস্থা করা।
৯. কোন ধরনের বৈশম্য হতে পিতা মাতা বা যত্নকারী সতর্ক ও রক্ষা করা।
১০. খেলাধুলা ও শিক্ষার ব্যবস্থা করা।
১১. কাজে উৎসাহ প্রদান করা।
১২. জরুরী না হলে হাসপাতাল না রাখা।
১. গর্ভবতী মায়েদের সঠিক পরীক্ষা-নীরিক্ষা , চিকিৎসা ও প্রসব সেবা নিশ্চত করা (প্রসব সেবা ও ঝুকি মোকাবেলায় প্রস্তুত থাকা)।
২. সর্বোচ্চ যত্ন নেয়া।
৩. নিরাপদ ও যথাসম্ভব পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখা।
৪. স্বাস্থ্যসম্মত যথাসম্ভব পুস্টিকর খাদ্য ও মাতৃদুগ্ধ খাওয়ানো।
৫. তাদের বুঝা, রক্ষা করা, ঝুকি Abuse বিষয়ে সতর্ক থাকা।
৬. তাদের অসুবিধা চিহ্নিত করা ও চিকি্ৎসা করানো।
৭. শিশু সেবার জন্য পশিক্ষণ নেয়া ও প্রশিক্ষিত বিশ্বস্থ লোক ছাড়া দায়িত্ব না দেয়া।
৮. শিশুর বিষয়ে সব আলোচনা ও সিদ্ধান্তে শিশুকে জানানো,অংশগ্রহনের ব্যবস্থা করা।
৯. কোন ধরনের বৈশম্য হতে পিতা মাতা বা যত্নকারী সতর্ক ও রক্ষা করা।
১০. খেলাধুলা ও শিক্ষার ব্যবস্থা করা।
১১. কাজে উৎসাহ প্রদান করা।
১২. জরুরী না হলে হাসপাতাল না রাখা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ০৭/১২/২০১৬ভাল হয়েছে
-
রাবেয়া মৌসুমী ০১/১২/২০১৬অনেক ভালো একটি িবষয় উপস্থাপন,ধন্যবাদ।