www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিষাক্ত রণাঙ্গন

চোখে অঙ্গার জ্বলে
জবানে বিষাক্ত বিষ।
সেই অঙ্গার ছড়িয়ে পড়ে
শুষ্ক সকল কাঠে।
বিষাক্ত বিষ বিষিয়ে তোলে
সতত উচ্ছল প্রাণে।

কালে কালে চলে এ প্রথা
বহু-মানুষের হন্তারক তারা।
রাখিতে তুচ্ছ বাত
করে সব তছনছ।
ক্ষেপিয়ে উচ্ছল প্রান
জবজবে রক্ত করিছে ভূ-তলে দান।

ধর্ম-রাজনীতির হোতা হওয়ার সুবাদে,
গড়িছে তারা শত কানুন নিজ তরফে।
মানবতারে করিছে অপমান
চলিছে তাই স্বার্থ-সিদ্ধির জয়গান।
এ ভূ-রণাঙ্গনে করিছে খুশি যা
নাহি গরিবের তরে কেউ কোথা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল ।খুব ভাল।
  • নুর হোসেন ০৪/১২/২০১৯
    অসাধারণ লিখেছেন!
    • ধন্যবাদ প্রিয় কবি। ভালবাসা ও শুভেচ্ছা নিবেন
 
Quantcast