www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফেসবুকঃ সুন্দরীর খোঁজ ও ফেকবুক

পটভূমিঃ

সেই মার্ক এলিয়ট জুকার বার্গ এর হাত ধরে শুরু এরপর
ফেসবুককে আর পিছু ফিরে তাকাতে হয়নি। যত দিন গেছে
ততই বেড়েছে ফেসবুকের ব্যপ্তি,সদস্য সংখ্যা ও জনপ্রিয়তা।
সমস্যা, অভিযোগও আছে প্রচুর তবুও গুগল, টুইটার, ইয়াহু,
মাইস্পেস সবাইকে পিছে ফেলে আজ নেট দুনিয়ায় নিজের
শ্রেষ্ঠত্ব জানান দিয়ে শত কোটি সদস্য নিয়ে সগৌরবে সামনে
এগিয়ে চলেছে ফেসবুক । কেউ জানে না, এর শেষ কোথায় ।

সময় কালঃ

সেই ২০০৪ থেকে অদ্যবধি চলছে ফেসবুক । হয়তো চলবে
মানব সভ্যতার শেষ পর্যন্ত, হয়তো তৃতীয় বিশ্ব যুদ্ধ পর্যন্ত,
হয়তো পৃথিবী, সূর্য বা সৌর জগৎ ধ্বংস না হওয়া পর্যন্ত ।
হয়তোবা কোন আইনগত জটিলতায়, নতুন কোন প্রযুক্তির
আগমনে বা মানুষের রুচির পরিবর্তনে বন্ধ হয়ে যাবে যেকোন
সময় । আমার কেউই জানিনা কি ঘটবে আগামী দিন গুলোতে
আমরা যারা আজ ফেসবুকে বিচরণ করছি এক শতাব্দী পর
আমরা কেউ হয়তো থাকবো না কিন্তু ফেসবুক হয়তো তখনো
থাকবে । ফেসবুকে থাকবে আমাদের উত্তর পুরুষের বিচরণ ।

স্থানঃ

স্থানের সঙ্কীর্ণ সীমারেখা প্রযোজ্য নয়। আপাতত শুধু এই পৃথিবীতে
সীমাবদ্ধ । ভবিষ্যতে ভিনগ্রহের এলিয়েনরাও বিবেচ্য হতে পারে।

পাত্র পাত্রীঃ

যে কেউ, জাত, কুল, বংশ, বয়স, লিঙ্গ ইত্যাদি সঙ্কীর্ণতা প্রযোজ্য নয় ।
আপাতত শুধু এই পৃথিবীর মানুষদের জন্য উন্মুক্ত । ভবিষ্যতে পশু
পক্ষী কুল, কীট পতঙ্গ, রোবট, বা এলিয়েনরাও বিবেচ্য হতে পারে।

ফেসবুক কথনঃ সুন্দরীর খোঁজ ও ফেকবুক

ফেসবুকে আসি আমি প্রতিদিন রোজ,
দিন রাত চলে সুন্দরী মেয়েদের খোঁজ ।
চারপাশে কত শত প্রোফাইল সুন্দরী,
কি করি, কাকে ছেড়ে কাকে যে ধরি ।

কত শত সুন্দরী এঞ্জেল আর প্রিন্সেস,
যত দেখি কিছুতেই দেখা হয়না শেষ ।
ফেসবুক প্রোফাইল সুন্দরীদের মেলা,
দেখতে দেখতে কখন যে যায় বেলা ।

টাইমলাইন, প্রোফাইল আর নিজের ওয়াল,
বোঝে কার সাধ্যি কে আসল, কে ভেজাল ।
কার ছবি কে যে দেয় তার নেই কোন খোঁজ,
শাকচুন্নীও হয়ে উঠে যে সরোজিনী নীরোজ ।

ফেসবুকে সব মেয়েই তো অনিন্দ্য সুন্দরী,
যেন মর্তলোকে স্বর্গের সব অপ্সরা, হুরপরী ।
সত্যিকার ঘটনা কেউ করতে গেলে যাচাই,
হয়ে যাবে রামবোকা, হয়ে যাবে সে ভোদাই ।

এক্যাউন্ট আছে অনেকেরই ভুয়া বা ফেক ,
অনেকেরইই আইডি দুই,তিন বা ততোধিক ।
আবুলের ফেসবুক নাম হয় ফারিয়া এঞ্জেল,
প্রোফাইল ছবিতে দেয়া আগরওয়াল কাজল ।

দিন নেই রাত নেই, খাওয়া নাওয়াও নেই,
ফেসবুক অবিরাম চলে, চলছে, চলবেই
চলছে তো চলছেই, সেতো আজ হটকেক,
ফেসবুক নাম তার আসলে সে যে ফেকবুক ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দরী খোঁজার জন্য ফেসবুক? মানতে পারলাম না।
    • হাসান ইমতি ০৭/০২/২০১৫
      এটি ফেসবুকের সামগ্রিক মুল্যায়ন নয়, তবে বড় একটি অংশ, ফেসবুকের শুরুটা এভাবেই হয়েছিল, এই সিরিজের লেখাগুলো সেভাবেই আসছে ।
  • সবুজ আহমেদ কক্স ০৭/০২/২০১৫
    anek valo laglo @ anek kichu janlam aro janbo aro aro
  • হাসান ইমতি ০৭/০২/২০১৫
    এরপর তারুন্যে আসতে যাচ্ছে ফেসবুক ভিত্তিক কথোপকথন ঘরানার ধারাবাহিক কবিতা "ফেসবুক আমি এবং একজন প্রিন্সেস আদিয়াত"
 
Quantcast